আমরা এখন কিসে আকৃষ্ট?? Anny khan vlog 24 এ্যানি খান।
Автор: Anny Khan
Загружено: 2021-07-02
Просмотров: 15113
Описание:
সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় হয় সেই পোস্টগুলোই যেগুলো প্রবৃত্তির চাহিদা মোতাবেক হয়। হাসি-ঠাট্টার আচার হয়। দ্বীনি, বেদ্বীনি কোন পার্থক্য নাই।
কঠিন সত্য হলো, ইলম হাসিল করা আমরা ছেড়েই দিয়েছি। ফেসবুকে সারাদিন স্ক্রলের পর মজার পোস্ট পড়লেই হুমড়ে সেটাতে কমেন্ট করি। অন্যদিকে ভালো লেখা বড় হওয়ার কারণে না পড়েই লাইক মেরে দৌড়।
ইবনুল জাওজিকে (রাহিমাহুল্লাহ) একবার জিজ্ঞেস করা হলো, "নিজেকে বৈধ বিনোদন দেয়া কি আমার জন্য ঠিক হবে?" ইবনুল জাওজি বলেন, গাফলতি থেকে যতটুকু তোমার প্রয়োজন মনে কর।"
এখন তো একালে-সেকালে হুটহাট জিকির করা হয়, অথচ কিছু কিছু সালাফদের সম্পর্কে এমন বলা হয়েছে, দিনের মধ্যে যদি কিছু সময় আমলের জন্যে বাড়িয়ে দেয়া হতো, তবুও তারা এর থেকে বেশি আমল করতে পারতেন না, কারণ তারা সারাদিনই আমল করতেন।
আবু দারদা (রা:) হাসতে হাসতে একবার বলেন, তিন ব্যক্তির বোকামি আমাকে হাসিয়েছে। ১, দুনিয়ার চিন্তা করে, অথচ মৃত্যু তাকে খুঁজতেসে। ২, যে মানুষ গাফেল, কিন্তু তার পরিণতি তার থেকে গাফেল না। ৩, যে মানুষ প্রচুর হাসছে অথচ সে জানে না, আল্লাহ কি তাঁর উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট! (১)
ইবাদতের মজা আজ আসলে আমরা পাই-ই না। যেই স্বাদ, যেই মজা নিয়ে সাহাবিগণ আমল করতেন সেই আনন্দ আমরা কোনদিন উপভোগই করতে পারিনি। বা একটু ইবাদতের পরেই ক্লান্ত হাতে আবার ফোন তুলে নিয়েছি।
এর পিছনে কারণও আছে, বিশর বিন হারিস বলেন,
বান্দা ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাবে না, যতক্ষণ না সে তার কামনাবাসনার মাঝে একটা লোহার কঠিন প্রাচীর বানাবে। (২)
আমরা দোআ করতে পারি না। ওনারা করতেন দো'আর মতো দো'আ! প্রাণ জুড়ানো দো'আ!
আজ হাত তুলে আবু হামিদ গাজালির মতো দো'আ করি,
"হে আল্লাহ, আমাকে তাদের মতো বানিয়ো না, যারা বলে কিন্তু আমল করে না; শোনে কিন্তু গ্রহণ করে না। যখন ওয়াজ শুনি তখন আমরা কাঁদতে পারি। কিন্তু আমল করার সময় এলে আমরা আমল করতে পারি না।" (১)
রেফারেন্স:
(১) আত- তাজকিরা, ১/৯৮
(২) হিলয়াতুল আওলিয়া: ৮/৩৪৫
(৩) আল ইয়াহয়া: ৪/১৫১
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: