গ্রেট ওয়াল অফ চায়নার অবিশ্বাস্য দৈর্ঘ্য |বিশ্বের সপ্তম আশ্চর্যThe Great Wall of China |
Автор: MIRROR OF HISTORY (ইতিহাসের দর্পণ)
Загружено: 2024-12-27
Просмотров: 37
Описание:
বিশ্বের সপ্তম আশ্চর্য
চীনের উত্তর প্রান্তে অবস্থিত গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর নামক স্থাপনাটি মানবনির্মিত সপ্তাশ্চর্যগুলোর একটি। খৃষ্টপূর্ব অষ্টম শতকে এর নির্মাণ কাজ শুরু হয়। এরপর থেকে প্রাচীরটির সংস্কার, সংরক্ষণ এবং সম্প্রসারণের কাজ চলেছে উনবিংশ শতাব্দী পর্যন্ত। ১৯৮৭ সালে এই প্রাচীরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভূক্ত করে ইউনেস্কো। চীনা ভাষায় ১০ হাজার মাইল দীর্ঘ প্রাচীর নামে পরিচিত এই দেয়ালের মোট দৈর্ঘ্য কিন্তু ২১ হাজার মাইলেরও বেশী। একইসাথে প্রতিরক্ষা এবং বাণিজ্যিক কারণে নির্মিত এই প্রাচীরটি পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল হিসেবেও কুখ্যাত। বিস্ময়কর ব্যাপার হলো চীনের প্রাচীর কিন্তু কোনো একক স্থাপনা নয়, বরং একাধিক বিচ্ছিন্ন দেয়ালের সমন্বয়ে গঠিত। বিশ্বখ্যাত চীনের প্রাচীর সম্পর্কে আপনাদের এমন কিছু চমকপ্রদ তথ্য জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: