আজরাইল (আঃ) আসার আগেই নিজেকে পরিবর্তন করতে হবে | Deen Islam Spech
Автор: Deen Islam Spech
Загружено: 2022-08-11
Просмотров: 497
Описание:
সদ্য ssc পাশ করে কলেজ এ উঠলাম, কলেজে উঠেই নতুন একটা রিলেশানে ও গেলাম,
নতুন বন্ধু-বান্ধব, সিগারেট গাজা, ইভটিজিং এইগুলা সবই আমাদের রেগুলার রুটিন,
হঠাত আজরাইল (আঃ) এসে গেছে জান কবজ করার জন্য,
জান কবজ শেষ, ফেরেশতারা আমার রুহ নিয়ে আকাশের দিকে রওনা দিয়েছে , ,,
তখন আমি আল্লাহ তায়ালা কে চিৎকার করে বলতে লাগলাম,
হে আল্লাহ আমাকে একটা বার পৃথিবীতে ফেরত পাটান, আল্লাহ আমি কথা দিতেছি,
আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো, আমি হারাম সম্পর্কের মেয়েটিকে ছেড়ে দিব,
আমি আর মেয়েদের জীবন নিয়ে খেলবো না, আমি আর সিগারেট গাজা খাবো না,
আমি আর অনলাইনে খারাপ ভিড়িও দেখবো না, আমি আর মেয়েদের সাথে কথা বলবো না,
আমি আর গান শুনবো না, মা-বাবাকে অসম্মান করবো না,আমি ইবাদত করবো
প্লিজ আল্লাহ প্লিজ আমাকে আরেকটা বার পাটান,হে ফেরেশতারা আমাকে একটু নিচে রাখো,,
আমাকে একটা মিনিটের জন্য পৃথিবীতে পাটান, সিজদাহ মাথা রাখা অবস্থায় যেন আমার মৃত্যু হয়।
তখন একজন ফেরেশতা বলে উঠলো,, না,, তুমি আর যেতে পারবে না,,
আল্লাহ তায়ালা তোমাকে অনেক সুযোগ দিয়েছে তুমি আল্লাহর রাস্তায় আসো নি,,
আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে নিজের ইচ্চামত চলেছো,, হারাম সম্পর্ক নিয়ে মঝে ছিলা,
একটা বার ও আল্লাহ কে ডাকো নি, তুমি হারাম গানে কনসার্টে নেচে বেড়িয়েছো, তুমি আযানে সাড়া দাওনি,
তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, সিগারেট, গাজা খেয়েছো, মানুষকে গালি দিয়েছো,
পরনারীর সাথে খারাপ কথা বলেছো,, বল আমি তোমাকে সুযোগ দি নাই?
তোমাকে আমি সময় দি নাই? সেই অপচয় করা সময় গুলোর হিসাব দাও।
তখন আমরা কি জবাব দিব?
প্রিয় মুসলিস ভাই ও বোনেরা,, আল্লাহ তায়ালা যদি আমাদের এইভাবে প্রশ্ন করে আমরা কি জবাব দিব?
জাহান্নাম ছাড়াতো আমাদের আর কোন উপায় থাকবে না,,,
তাই আজই আমাদের পরিবর্তন হতে হবে,, আজই তওবা করতে হবে,,
হারাম রিলেশান শিপ, সুদ, ঘুষ সব কিছু ছাড়তে হবে,,
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন
---- Deen Islam Spech
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: