২০২৫ সালে রোমানিয়াতে কাজের ভিসায় এসে এই ছোট ভাই কিভাবে বিপদে পরলো | Romania work permit visa 2025
Автор: Independent Limitless
Загружено: 2025-02-24
Просмотров: 2373
Описание:
রোমানিয়া আমাদের স্বপ্নের দেশ, আর এই স্বপ্নের দেশে আসার জন্য আমরা অনেক চেষ্টা করি। রোমানিয়া আসার জন্য বাংলাদেশের এজেন্সির মাধ্যমে অনেক টাকা খরচ করে তারপর আমরা রোমানিয়া আসতে পারি। কিন্তু রোমানিয়া নামক স্বপ্নের দেশে আসার পর যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের কষ্টের কোন কুল কিনারা থাকে না। রোমানিয়াতে সাপ্লাই কোম্পানির ভয়াবহ অবস্থা কেমন সেটা যারা রোমানিয়াতে অবস্থান করছে তারাই একমাত্র ভালোভাবে উপলব্ধি করতে পারে। রোমানিয়া আসার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন প্রথমত রোমানিয়ার কথা বলে অনেক এজেন্সি আমাদের সাথে প্রতারণা করে, আর রোমানিয়ার জন্য আমাদের ফাইল প্রসেসিং হলেও রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাব কিনা, রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাবার পর রোমানিয়ার এম্বাসির ডেট পাবো কিনা, রোমানিয়ার এম্বাসির ডেট পেলেও রোমানিয়ার ভিসা পাবো কিনা, রোমানিয়ার ভিসা পেলেও আমরা রোমানিয়ার ফ্লাইট পাব কিনা, আমাদের রোমানিয়ার ফ্লাইট হলেও রোমানিয়া এসে আমরা কোম্পানি খুঁজে পাবো কিনা, রোমানিয়াতে এসে কোম্পানি খুঁজে পেলেও রোমানিয়ার কোম্পানি ভাল হবে কিনা, যদি রোমানিয়ার কোম্পানি সাপ্লাই হয় তাহলে আমাদের রোমানিয়ার টিআরসি করে দিবে কিনা, যদি রোমানিয়ার কোম্পানি আমাদের টিয়াসি করে না দেয় তাহলে রোমানিয়ার অন্য কোম্পানিতে গিয়ে আমাদের ওয়ার্ক পারমিট হবে কিনা, যদি রোমানিয়ার অন্য কোম্পানি আমাদের ওয়ার্ক পারমিট ইস্যু করতে না পারে তাহলে কি আমরা অবৈধ হয়ে যাব, আর যদি আমরা রোমানিয়াতে অবৈধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে, পরবর্তীতে কি আমরা রোমানিয়াতে বৈধতা পাব। রোমানিয়াতে আসার পরিকল্পনা করার পর থেকেই এই আমাদের মাথায় ঘুরপাক খায় এবং এই সমস্যা গুলো মোকাবেলা করেই আমাদের সামনে এগোতে হয়। এই টেনশন গুলো করার পরেও যখন আমরা রোমানেতে আসি রোমানিয়াতে আসার পর আমাদের সাথে কি ঘটে এই বিষয়ে এক ছোট ভাইয়ের কাছে আমি কিছু শোনার চেষ্টা করব তো চলুন তার কাছ থেকে কিছু জানা যাক। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে রোমানিয়াতে সাপ্লাই কোম্পানিতে আসার পর সেই ছোট ভাইয়ের সাথে রোমানিয়াতে কি ভয়াবহ ঘটনা ঘটেছে।
#romania
#workpermitvisa
#dream
#romaniaupdate
#romaniavisa
#romanian
#romaniancompany
#romanianculture
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: