বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কয়েক সেকেন্ডে মুখস্থ করার উপায়
Автор: Job Tech BD
Загружено: 2020-11-10
Просмотров: 660
Описание:
পরীক্ষাতে বাংলাদেশের নদ-নদী, নদ-নদীর মিলনস্থল, rivers of bangladesh ইত্যাদি প্রশ্ন হয়। তাছাড়াও নদী, নদীমাতৃক দেশ, নদীমাতৃক বাংলাদেশ, বাংলাদেশের প্রধান নদী কোনগুলো, বাংলাদেশের নিজস্ব নদী কোনগুলো, বাংলাদেশের বড় নদী কোনটি, যেসব নদী বাংলাদেশের, বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি হওয়া নদীর নাম কী ইত্যাদি প্রশ্নও হয়ে থাকে। আবার ইংরেজিতে River, BD river, BD main river, Main river BD, nodi, BD nodi, BD main nodi, Riverull country etc প্রশ্ন হয়। তো প্রশ্ন যেমনই হোক না কেন, যদি নদী সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার থাকে তাহলে তো কথাই নেই। আজকের ভিডিওর মাধ্যমে আপনি বাংলাদেশের নিজস্ব নদীর নামগুলো সহজভাবেই মনে রাখতে পারবেন।
হাসতে হাসতে শিখুন। শিখতে শিখতে হাসুন। মজা করে , আনন্দের সাথে শিখুন। কঠিন বিষয়কে সহজভাবে, ছন্দের সাহায্যে আপনাদের সামনে উপস্থাপন করছি। নিয়ম বা সূত্রগুলো খাতায় লিখে নিয়ে বার কয়েক পড়ে দেখুন, জাদুর মতো কাজ করবে। এছাড়া সূত্রগুলো আপনার বন্ধু বান্ধবীর সাথে কিংবা আপনার সমমনা কারো সাথে আলোচনা করুন। দীর্ঘদিন মনে থাকবে। সো, হয়ে যাক না একবার আনন্দের সাথে পড়া। প্রতিনিয়ত চাকরীর প্রস্তুতি নিতে এমন সব বিষয় সামনে চলে আসে, যা বিব্রত করে ফেলে। দেখা যায় একই নামের বা একই রকম শব্দ বা একই উচ্চারণ অথবা কঠিন কিছু বিষয় যা কোনোমতেই মুখস্থ কিংবা আয়ত্ত্ব করা সম্ভব হচ্ছেনা। এরকম বিষয় নিয়ে সর্টকাট পদ্ধতিতে, সূত্রের সাহায্যে বা ছোট শব্দের সাহায্যে মনে রাখার মতো টেকনিক পাবেন এখানে। বাংলা, বাংলা ব্যাকরণ, ইংরেজি, ইংরেজি গ্রামার, গণিত, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার, বিজ্ঞান, রসায়ন, পদার্থ, জীব, সুশাসন ও নাগরিকতা, সাম্প্রতিক বিষয়াবলীসহ যেকোনো কঠিন ও জটিল বিষয়ের সহজ সমাধান। যেগুলো আপনার মনে রাখা কঠিন , তা খেলাচ্ছলে মনে রাখতে পারবেন। এখানে প্রকাশিত ভিডিওগুলো আপনার চাকরির প্রস্তুতিকে আরো শাণিত করবে। আপনি অতি সহজেই সব মনে রাখতে পারবেন। যে বিষয়গুলো ঘণ্টার পর ঘণ্টা পড়েও মনে রাখতে পারেন না, মাত্র ২ মিনিটে এসব সূত্রের সাহায্যে মনে রাখুন এবং পরীক্ষার খাতায় নির্ভুল উত্তর করে চাকরিজীবী হয়ে যান। সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করে সহযোগিতা করুন আমাদের। আপনাদের সার্বিক উন্নতিই আমাদের সর্বদা কাম্য। আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন, তাতে আপনার সময় এবং শ্রম দুটোই বাঁচবে।
#বাংলাদেশের_নদ_নদী_নদ_নদীর_মিলনস্থল_rivers_of_bangladesh।
ফেসবুকে আমাদের পাবেন-facebook.com/jobtechbd
আমাদের ওয়েবসাইট-https://jobtechbdbangla.blogspot.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: