Moudud Ahmed l Zanaza of Moudud in Dhaka l নয়াপল্টনে মওদুদ আহমেদ এর জানাজা।
Автор: Chaugachha TV - চৌগাছা টিভি
Загружено: 2021-03-18
Просмотров: 120
Описание:
#মওদুদ #বিএনপি #ব্যারিস্টারমওদুদআহমদ
#BarristerMoududAhmed
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যারিস্টার মওদুদ আহমদ এর জানাজা।
সদ্যপ্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদের জানাজা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে জানাজা উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নেতাকর্মীরা। পাশাপাশি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মওদুদের জানাযায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা। এরপর মওদুদের মরদেহ নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্ট অঙ্গনে সেখানে তার জানাজা শেষে নোয়াখালীতে নিয়ে যাওয়া হয় সেখানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কমিটির সদস্য সাবেক মন্ত্রী আইনজীবী মওদুদ আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে আসা হয়। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: