প্রজাপতির অজানা কিছু তথ্য! Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-05-02
Просмотров: 1116
Описание:
প্রজাপতি পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। প্রজাপতির পাখার দিকে তাকিয়ে কত মানুষ যে মন হারিয়েছেন, বেঁধেছেন কত শত গান, কবিতা, ছড়া! আমাদের পৃথিবীতে প্রজাপতির এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো প্রজাতির সন্ধান মিলেছে। তবে জানেন কি কোন মহাদেশে একটিও প্রজাপতি নেই? আসলে অ্যান্টার্কটিক মহাদেশে কোনো প্রজাপতি নেই। বিশ্বের এই অঞ্চলটি বাদ রেখে বাকি সব অঞ্চলেই রয়েছে নানা জাতের প্রজাপতি।
প্রজাপতিদল কিন্তু দিবাচর। এদের মাথায় থাকে প্রায় গোলাকার পুঞ্জাক্ষী। আরো অবাক করা তথ্য হলো প্রজাপতিরা খাবারের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে।
প্রজাপতি জন্মায় ডিম থেকে। মা প্রজাপতিগুলো তাদের পছন্দসই গাছের পাতায় ডিম পাড়ে। সেই ডিমগুলো পাতার সাথে আটকে থাকে এক ধরনের আঠালো পদার্থের মাধ্যমে। একটা নির্দিষ্ট সময় পর ডিম ফুটে শুঁয়াপোকা হিসেবে প্রজাপতিগুলো জন্ম নেয়। শুঁয়াপোকার প্রধান খাবার হলো গাছের পাতা।
শুঁয়াপোকা থেকে কয়েকটি ধাপ পার করার মধ্য দিয়েই প্রজাপতিতে রূপান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আর বিজ্ঞানের ভাষায় এই ধাপগুলোকে বলা হয় ইনস্টার। সবার শেষ ধাপে পৌঁছে এই শুঁয়াপোকার শরীরে হঠাত ডানার লক্ষণ প্রকাশ পায়। তারপরই শুঁয়াপোকাগুলো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে অনিন্দ্যসুন্দর প্রজাপতি রূপে।
প্রজাপতিকে বলা হয় প্রকৃতির সবচেয়ে রঙিন পতঙ্গ। প্রজাপতির রুপের আসল রহস্য নিহিত থাকে এদের ডানায়। জানেন কি প্রজাপতির রঙিন এই ডানাগুলো কি পদার্থ দিয়ে তৈরি? প্রজাপতির ডানায় থাকে কাইটিন নামের এক ধরনের প্রোটিনের স্তর। এই প্রোটিনের স্তর খুবই পাতলা ও স্বচ্ছ।
আর সেই স্বচ্ছ ডানার ওপরে আঁশ বা তন্তুর এক আবরণ থাকে। এই আঁশ বা তন্তুর আবরণও কিন্তু প্রজাপতির জন্য খুবই মূল্যবান। কেননা এ আবরণগুলো প্রজাপতির ডানাকে আরো শপক্তিশালী এবং মজবুত করে। অন্যদিকে এগুলো প্রজাপতির দুই পাশের ভারসাম্যও রক্ষা করে।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: