ঠেকিয়াছে ভবের ঘাটে ত্বরাও বাবা মাওলানা। মাইজভান্ডারি সেমা মাহাফিল
Автор: Vandari Studio
Загружено: 2025-12-13
Просмотров: 1304
Описание:
ঠেকিয়াছি ভবের ঘাটে | ইজমে আজম গাউছুল আজম | Maizbhandari Gan | ঐশী প্রেমের কথা
ঠেকিয়াছি ভবের ঘাটে
তরাও বাবা মাওলানা।।
তুমি না তরাইলে মাওলা
যাব কোথায় বলনা।।
আলিফেতে আহাদ আল্লাহ
লা শরিকে খালেক উল্লাহ।।
নূর মুহাম্মদ হাবিব উল্লাহ
আমার বাবা মাওলানা।।
আলিফেতে আছ তুমি
লামের মাঝে আছি আমি।।
মীমেতে মোহাম্মদ সেজে
করিতেছ বাহানা।।
নাই তোমার আকার ইকার
কেবল মাত্র নামটি সার।।
দুঃখীনিরে দাওনা দিদার
করিম রহিম রাব্বানা।।
রাহু কামিনি পঞ্চ ভাই
ঘটে ঘটে নাচে রাই।।
সদায় জপে আলোক সাঁই
কুদরতের কারখানা।।
আসা যাওয়া দমে দমে
মন কেন তুই রইলি ঘুমে।।
যে পাইয়াছে দমের খবর
সে হইয়াছে দেওয়ানা।।
মন পাগলা আফিং খোর
ভবের নেশায় হইলি ভোর।।
কাটবে যখন মায়া ডোর
বুঝবি তখন যাতনা।।
ডাকরে মন কাল থাকিতে
সুখে রবি কবরেতে
নাজাত দিবেন হাসরেতে
এমন বন্ধু চিন না।।
আবদুল্লাহ অধীন কানা
না চিনিলি পর আপনা।।
এই দুনিয়া হবে ফানা
সঙ্গে বাবা মাওলানা।।
Cover Topic :-
গাউছুল আজম
বাবা ভাণ্ডারী
মাইজভাণ্ডারী গান
সেমা মাহফিল
হক ভাণ্ডারী
মাইজভাণ্ডারী সেমা
সেমা মাহফিল
ভাণ্ডারী গান
শানে ভাণ্ডারী
শফি বাবা
মুজিব বাবা
মওলা হুজুর মাইজভাণ্ডারী
Gauchul Azam
maizbhandari gan
baba vandari
vandari song 2021
vhandari gan
vandari gan
মাইজভাণ্ডারী কালাম ও ভাণ্ডারীর শানে বিভিন্ন গান, সেমা, কাওয়ালী ইত্যাদি নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল - উপলব্ধি করুন মাইজভাণ্ডারী সঙ্গীত।
লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে তাকবেন।। ধন্যবাদ
#ঐশী_প্রেমের_কথা
#মাইজভাণ্ডারী_গান
#ভাণ্ডারী_গান
#শানে_ভাণ্ডারী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: