Tarani Khuro | অনাথবাবুর ভয় | গুপ্তধনের রহস্য | Suspense Story
Автор: Suspense Story
Загружено: 2025-08-19
Просмотров: 276
Описание:
তখন আমি যুবক। সদ্য কলেজ পেরিয়েছি, আর আমার মস্তিষ্কে তখন নতুন দিনের আলো। যুক্তির ধার আর বিজ্ঞানের প্রতি আমার অগাধ বিশ্বাস। ঠিক এই সময়ে কলকাতার এক বিখ্যাত ফার্মে আমার চাকরি হয়। কাজের ধরনটা ছিল বেশ অদ্ভুত—হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এক প্রাচীন, জরাজীর্ণ বাড়ির দেখভাল করা। বাড়িটার নাম 'ভূঁইফোঁড় ভিলা'। এর নাম নিয়ে এক অদ্ভুত গল্প প্রচলিত ছিল। লোকে বলত, এই বাড়ি নাকি কোনো ভিত্তি ছাড়াই হঠাৎ করে মাটি ফুঁড়ে উঠে এসেছিল, আর তাই এর এমন নাম। গ্রামের মানুষ বাড়ির প্রতি এক গভীর শ্রদ্ধার সঙ্গে মিশিয়ে রাখত এক অজানা ভয়। কিন্তু আমার চোখে এটা ছিল কেবলই ইট-কাঠের এক পুরোনো কাঠামো, যা সময়ের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত।
এই বাড়িটির মালিক ছিলেন অনাথবাবু, যিনি কলকাতাতেই থাকতেন। মানুষটা দারুণ ভালো হলেও তার সমস্যা ছিল একটাই—অহেতুক ভয়। বিশেষত ভূতের ভয়। তার বন্ধু, ডাক্তার বিমলেন্দু সেন, একজন খাঁটি যুক্তিবাদী মানুষ। তিনি আমার বাবারও পরিচিত ছিলেন। একদিন অনাথবাবু তার ভয়ের কথা ডাক্তার সেনকে বলতেই তিনি আমার কথা বলেন। "অনাথ," ডাক্তার সেন হেসে বলেছিলেন, "তোমার এই ভূতের ভয়টা আসলে মনের ব্যাপার। যদি তুমি ওই বাড়িতে কাউকে পাঠাতে চাও, তাহলে তারিণীকে পাঠাও। ও যুক্তি দিয়ে সব ভয় দূর করে দেবে।"
ডাক্তার সেনের কথা শুনেই অনাথবাবু আমাকে ফোন করলেন। তার গলায় একদিকে যেমন ছিল ভয়ের কাঁপুনি, তেমনি ছিল কৌতূহলের ঝলক। "তারিণী," তিনি বললেন, "যদি তুমি এই বাড়িতে এক সপ্তাহ থাকতে পারো, তোমার এই মাসের মাইনে আমি দ্বিগুণ করে দেব। লোকে বলে ওটা ভূতের বাড়ি, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। তুমি তো শিক্ষিত ছেলে, তুমি গিয়ে দেখো কী আছে।" ডবল মাইনে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়, আর তার চেয়েও বড় কথা, একজন যুক্তিবাদী হিসেবে আমার কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম।
ভূঁইফোঁড় ভিলায় পৌঁছে আমি দেখলাম, বাড়িটা সত্যিই অনেক বড়। একতলা হলেও এর দৈর্ঘ্য ছিল অনেক। চারপাশে গাছপালা, আগাছা আর ঝোপঝাড়ের জঙ্গল। দেখে মনে হলো যেন প্রকৃতি তার সবুজ থাবায় বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। বাড়ির দেখভালের জন্য রামদাস নামে একজন বয়স্ক মালি ছিল। সে ছিল প্রচণ্ড কুসংস্কারাচ্ছন্ন। আমাকে দেখেই সে ফিসফিস করে বলল, "দাদা, ভালো হবে না, এই বাড়িতে ভূত আছে। রাতের বেলায় ছাদের উপর থেকে কান্নার শব্দ শোনা যায়। আর মাঝরাতে কানের কাছে কে যেন ফিসফিস করে কথা বলে।" রামদাসের কথা শুনে তার সঙ্গে থাকা ছোট্ট ছেলে মানিকও ভয়ে জড়সড় হয়ে গেল। তার মুখ দেখে বুঝলাম, এই ভূতের গল্প শুধু রামদাসের একার নয়, পুরো গ্রামেই এটা লোকমুখে প্রচলিত।
Tarani Khuro | অনাথবাবুর ভয় | গুপ্তধনের রহস্য | Suspense Story
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: