বিনয়ীরা দূর্বল আর সাহসী মানে বেয়াদব-এসব ভুল কথা-মাশরাফী।
Автор: Thonga TV 2
Загружено: 2023-07-29
Просмотров: 394
Описание:
বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হওয়া নিয়ে মাশরাফি বলেন, ‘সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেটআপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেটআপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কি কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’
মাশরাফি উল্টো প্রশ্ন তোলেন, ‘মেন্টরের কী লাভ হয়, আমাকে একটু বলতে পারেন?’ পরক্ষণেই তিনি বলেন, ‘আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো অন্য জিনিস। মেন্টরের কাজটা কি আমি জানি না।’
তবে প্রয়োজন সব সময়ই সবকিছুর উর্ধ্বে। এ নিয়ে মাশরাফি বলেন, ‘(দলের প্রয়োজন) তেমন কোনো পরিস্থিতি এলে, সেরকম হলে- তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কি উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’
তামিম তো প্রধানমন্ত্রীর কাছেই মাশরাফিকে মেন্টর হিসেবে চেয়েছেন। তো প্রধানমন্ত্রী যদি নির্দেশ দিয়ে দেন এ ব্যাপারে, তখন কী হবে? মাশরাফি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কিছু ডিজায়ার করলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। এই মুহূর্তে আমি আপনাদের কি বলতে পারি? আমি কিছুই বলতে পারি না। কালকে কি পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে- দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।’
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: