ত্রিকোণমিতি (অধ্যায় ০৪) | ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় | উচ্চতর গণিত [HSC & Admission]
Автор: উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার
Загружено: 2022-02-06
Просмотров: 1586
Описание:
ত্রিকোণমিতি (অধ্যায় ০৪) | ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় | উচ্চতর গণিত [HSC & Admission]
ভার্সিটি ‘ক’ + GK ইংলিশ কার্যক্রম ২০২২ (গুচ্ছ প্রস্তুতি ফ্রি!)
বিস্তারিত জানতে ও ভর্তি হতে ভিজিট করো: https://udvash.com/Varsity2022
প্রিয় ভার্সিটি ‘ক’ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
করোনাকালীন পরিস্থিতির কারণে তোমাদের HSC বোর্ড পরীক্ষা এবং পরবর্তী এডমিশন টেস্ট এর মধ্যকার সময় অনেকটা কমে আসবে। তাই তোমাদের এই বিষয়টি মাথায় রেখে এখনি এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে পরবর্তীতে এডমিশন ঝড় সামলাতে তোমাদের হিমশিম খেতে না হয়। বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন তোমরা শৈশব থেকে মনের কোণে লালন করে এসেছো, সেই স্বপ্নপূরণে কোনোভাবেই যেনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
আবার এক্ষেত্রে একথাও মাথায় রাখতে হবে যে, এডমিশন টেস্টে ভালো করতে হলে বোর্ড পরীক্ষায় ভালো করা জরুরি। কেননা, ভর্তি পরীক্ষায় HSC বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর সর্বোচ্চ মার্কস মূল্যায়ন করা হয়। তাই ভর্তি পরীক্ষার আগে অবশ্যই বোর্ড পরীক্ষায় ভালো করতে হবে। এজন্য এখন থেকে এমনভাবে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে করে বোর্ড পরীক্ষার রেজাল্টও ভালো হয়; পাশাপাশি ভার্সিটি এডমিশন টেস্টের প্রস্তুতিতেও তুলনামূলক এগিয়ে থাকা যায়। মূলত এলক্ষ্যেই উদ্ভাসের আয়োজন- “ভার্সিটি ‘ক’ কোর্স”।
যেখানে সুষম প্রস্তুতির লক্ষ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের উপর বোর্ড স্ট্যান্ডার্ড ৪০টি স্পেশাল রিভিশন ক্লাস নেওয়া হবে। এছাড়া Biology-তে বোর্ড পরীক্ষা ও এডমিশন টেস্টে ভালো করতে ক্লাসের পাশাপাশি উদ্ভিদবিজ্ঞান মেডিট্রিক্স, উদ্ভিদবিজ্ঞান প্র্যাকটিস বুক, প্রাণিবিজ্ঞান মেডিট্রিক্স, প্রাণিবিজ্ঞান প্র্যাকটিস বুক; এই ৪টি বই দেওয়া হবে। যেহেতু ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষা পরবর্তী কম সময়ের মধ্যেই অনুষ্ঠিত হয়, তাই প্রত্যাশা করি এই বইগুলো এবং উপরিক্ত ক্লাসগুলো বোর্ড পরীক্ষার পাশাপাশি তোমাদেরকে ভার্সিটি এডমিশন টেস্টেও এগিয়ে রাখবে।
উল্লেখ্য যে, বর্তমানে এই কোর্সে ভর্তিকৃতদের জন্য বোর্ড পরীক্ষা ও এডমিশন প্রস্তুতির পরিপূরক হিসেবে ৪০টি রিভিশন ক্লাস এবং ৪টি স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে। পরবর্তীতে ভার্সিটি এডমিশন টেস্টের সম্পূর্ণ সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে পর্যাপ্ত সংখ্যক বিষয়ভিত্তিক ক্লাস, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, পেপার ফাইনাল এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, কম্বাইন্ড পেপার এক্সাম, ফাইনাল মডেল টেস্ট, স্পেশাল মডেল টেস্ট এবং মানসম্মত স্টাডি ম্যাটেরিয়ালস সমূহ তো থাকবেই!
*Follow us on*
Website :
►►►http://udvash.com
►►►https://unmeshbd.com
**উদ্ভাস Facebook Page: ► / udvash
**উন্মেষ Facebook Page: ► / unmeshpage
Instagram
► / udvash_unmesh
Linkedin
► / udvashunmesh
Thanks For Watching.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: