বিজ্ঞান মঞ্চ পরীক্ষা।
Автор: Sob Khabar
Загружено: 2018-10-02
Просмотров: 932
Описание: বীরভূম-সাঁইথিয়া:- আজকে গোটা রাজ্য জুড়ে বিজ্ঞান মঞ্চ পরীক্ষা চলে। সেরকমই বীরভূমের এক স্কুল কর্তৃপক্ষ জানায় আজকে বিজ্ঞান মঞ্চ পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। সাঁইথিয়া মহুকুমার মোট ৭ টি স্কুলের পরীক্ষার সিট পরেছিল। স্কুল গুলি হলো, ১) যোগেশ্বরী দত্ত উচ্চ বালিকা বিদ্যালয় ২) শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয় ৩) শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দির ৪) আমূয়া- ভাগডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ৫) দিশা শিক্ষা নিকেতন ৬) দেরপুর উচ্চবিদ্যালয়৭) দেরিয়াপুর উচ্চবিদ্যালয়। মোট ছাত্র ছাত্রী ৪৫০ জন ৷ পঙ্চম থেকে দশম শ্রেনির ছাত্র ছাত্রী৷৷ সাঁইথিয়া শশীভূষণ দত্ত উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা তত্বাবোধায়ক মানসী রায় জানান পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে হয়েছে ৷
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: