আলহামদুলিল্লাহ । মাগরিবের পর দোয়াটি শুধু ১ বার করছি, আজ ফল পেলাম by Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2023-02-08
Просмотров: 5853
Описание:
আলহামদুলিল্লাহ । মাগরিবের পর দোয়াটি শুধু ১ বার করছি, আজ ফল পেলাম #Dini_Amol
মাগরিব নামাজের ফজিলতঃ
যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। (তিরমিজি-৬৩৬২)
মাগরিবের নামাজের গুরুত্বঃ
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘আপনি অধিকহারে আপনার পালনকর্তাকে স্মরণ করুন। আর সকাল-সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।’ (সুরা আলে ইমরান- ৪১)
ঋণ মুক্তির দোয়াঃ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
দারিদ্রতা থেকে মুক্তির দোয়াঃ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইসতেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন।
(আবু দাউদ ও ইবনে মাজাহ)
মহান আল্লাহ্ আমাদের সকলকে এই আমলটি নিয়মিতভাবে করার তাওফিক দিন। আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: