পরকালের পথে যাত্রা-পর্ব ১০ কিয়ামতের প্রধান দশ আলামত ৩
Автор: আত-তাওবা মিডিয়া
Загружено: 2018-03-07
Просмотров: 5919
Описание:
পরকালের পথে যাত্রা-পর্ব ১০ কিয়ামতের প্রধান দশ আলামত ৩ কিয়ামতের বড় লক্ষণ ০৩-১০
কিয়ামতের দিন আল্লাহ সুবহানাওয়া তায়ালা আদমকে বলবেন, ” ও আদম ! জাহান্নামের অধিবাসীদের আলাদা কর”। কারণ মানবজাতির একাংশ জাহান্নামে এবং অপরাংশ জান্নাতে প্রবেশ করবে । তাই আল্লাহ পুরো মানবজাতির পিতা আদমকে বলবেন তার বংশধর হতে জাহান্নামের অধিবাসীদের আলাদা করতে । কিন্তু আদম জানেন না কারা জাহান্নামী। তাই তিনি জিজ্ঞেস করবেন ” কারা জাহান্নামের অধিবাসী”? আমার বংশধরদের কি পরিমান অংশ জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে ? আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা তাঁকে বলবেন প্রতি হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জন । প্রতি ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন জাহান্নামে প্রবেশ করবে ।
এটা সাহাবাদের হৃদয়ে এক প্রচন্ড আঘাত ছিল এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের চেহারা দেখে তা আঁচ করতে পেরেছিলেন । সাহাবাদের হৃদয় ছিল অত্যন্ত সংবেদনশীল। যখন তারা হাদিসটি শুনল তাদের চেহারার রং (কালার )পরিবর্তন হয়ে গেল । তারা নিশ্চুপ হয়ে গেলেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বুঝতে পেরেছিলেন ।
অতপর সাহাবীরা জিজ্ঞেস করলেন ” আমাদের মধ্যে কার নিশ্চয়তা আছে এই প্রতি হাজারের একজন হবে” ? অর্থাৎ সুযোগ এতই ক্ষীণ ! অতপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে ৯৯৯ জন আর তোমাদের মধ্য হতে হবে একজন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: