Chandipath - 13, Ashtam adhyay, Sm Sarvaganandaji/ চণ্ডীপাঠ - ১৩, অষ্টম অধ্যায়
Автор: Devi Angan
Загружено: 2020-07-29
Просмотров: 460
Описание:
'অষ্টম অধ্যায় - রক্তবীজবধ'
কন্ঠে - পূজনীয় স্বামী সর্বগানন্দজী মহারাজ।
যুদ্ধক্ষেত্রে চণ্ড ও মুণ্ডের নিহত হবার খবর পেয়ে দৈত্যরাজ শুম্ভ ক্রোধিত হয়ে তার সমস্ত সৈন্যদলকে যুদ্ধসজ্জা করতে আদেশ দিল। ছিয়াশিজন উদায়ুধ, কম্বু বংশের চুরাশিজন দৈত্য সেনাপতির সৈন্যবাহিনী, কোটিবীর্য বংশের পঞ্চাশটি অসুরদল, ধৌম্রকুল অসুরদের একশতদল ছাড়াও কালক, দৌহৃদ, মৌর্য্য ও কালকেয় বংশের অসুরেরা যুদ্ধসজ্জা করে যুদ্ধে যাত্রা করল। দৈত্যরাজ শুম্ভ স্বয়ং হাজার হাজার শ্রেষ্ঠ সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করল।
দেবী চণ্ডিকা এইসব ভীষণ অসুরদের যুদ্ধে অগ্রসর হতে দেখে তার ধনুকে এমন টংকার দিলেন যে পৃথিবী এবং আকাশে মধ্যবর্তী স্থল পূর্ণ হয়ে গেল। সেই সঙ্গে দেবী ঘণ্টাধ্বনিও করলেন। দেবীর বাহন সিংহ তুমুল গর্জন করতে লাগলো। এই প্রচন্ড শব্দে দশদিক কাঁপতে লাগলো। করালবদনা কালী তাঁর মুখ আরো বিস্তার করে হুঙ্কার ছাড়তে লাগলেন যাতে সমস্ত শব্দ ঢাকা পড়ে গেল।
ক্ষিপ্ত দৈত্য সেনারা দেবী চণ্ডিকা সিংহ কালিকাদেবী কে চারিদিক থেকে ঘিরে ধরলে ব্রহ্মা, শিব, বিষ্ণু, কার্তিকেয় ও ইন্দ্রাদি দেবগনের শক্তি সকল তাদের দেহ থেকে বেরিয়ে দেবী চণ্ডিকার নিকটে উপস্থিত হলেন। দেবী চণ্ডিকা শিবকে দূত করে দৈত্যরাজ শুম্ভকে বলে পাঠালেন বাঁচতে চাইলে যেন পাতালে প্রবেশ করে নইলে সমস্ত যোগিনীরা তাদের মাংস খেয়ে তৃপ্ত হবে। দেবী স্বয়ং শিবকে দূত করে পাঠিয়ে ছিলেন বলে তিনি 'শিবদূতী' নামে আখ্যাতা হলেন।
দৈত্যরাজ শুম্ভ ক্রোধিত হয়ে অসুর সৈন্যদের সাথে আক্রমণ করলে ব্রহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী ও ঐন্দ্রী দেবশক্তিদের সঙ্গে নিয়ে দেবী চণ্ডিকা সেই সকল আক্রমণ প্রতিহত করতে লাগলেন। দৈত্যসেনারা চারিদিকে পালাতে শুরু করলে মহাসুর রক্তবীজ যুদ্ধে অবতীর্ণ হল। রক্তবীজের একবিন্দু রক্ত মাটিতে পড়লে সেখান থেকে রক্তবীজের মতো পরাক্রমশালী যোদ্ধা উৎপন্ন হতে থাকে। দেবী চণ্ডিকার নির্দেশে চামুন্ডাদেবী শূলের আঘাতে নির্গত রক্তবীজের সমস্ত রক্ত পান করতে থাকেন এবং রক্তবীজ থেকে উৎপন্ন সমস্ত অসুরদের ধ্বংস করে রক্ত পান করতে থাকেন। রক্তবীজ রক্তশূন্য হয়ে পড়লে দেবী চণ্ডিকা নানা প্রকার অস্ত্র দ্বারা রক্তবীজকে বধ করেন।
দেবী চন্ডিকা কর্তৃক রক্তবীজ বধের এই কাহিনীটিই আখ্যাত হয়েছে 'রক্তবীজবধ' নামক শ্রীশ্রীচন্ডীর অষ্টম অধ্যায়তে। এই অষ্টম অধ্যায়টি শ্রীশ্রীচণ্ডীর উত্তর চরিত্রের অন্তর্গত। এই উত্তর চরিত্রের ঋষি রুদ্র, দেবতা মহাসরস্বতী, ছন্দ অনুষ্টুপ্ এবং শক্তি ভীমা।
শ্রীশ্রী মহাদেবীর চরণে আমাদের আভূমি প্রণতি। তিনি তাঁর সকল ভক্তসন্তানের সর্বাঙ্গীণ কল্যাণ বিধান করুন এই কামনা করি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: