খুলনা টু বরিশাল ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ • ২০২৩ • Khulna To Barishal peyara bazar Tour • 2 0 2 3
Автор: AL AMiN KHAN
Загружено: 2023-09-03
Просмотров: 573
Описание:
আসসালামু য়া'লাইকুম অরহ'মাতুল্লাহ ❤️
স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে।
একদিন হুট করে আমরা সবাই প্ল্যান করে ফেললাম যে আমরা সবাই বরিশালে ঘুরতে যাব - সবাই মিলে আলোচনা করে একদিন শুক্রবার সকালে ঝালকাঠি বরিশাল ভাসমান পেয়ারা বাজারে রওনা হলাম - সকালের সুন্দর আবহাওয়া রাস্তার দু'পাশের শুধু প্রকৃতির সৌন্দর্য ঘেরা এগুলো উপভোগ করতে করতে আমরা সবাই চলে গেলাম বরিশাল ঝালকাঠি ভাসমান পেয়ারা বাজারে - এরপর একটা ট্রলার ভাড়া করে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম 5 ঘন্টা 1.800 টাকা - পেয়ারা বাগানে ও আমরা বাগানে গিয়ে বন্ধুরা মিলে আমরা পেড়ে খাওয়া পেয়ারা পেয়ারা খাওয়ার এটা যে কতটা আনন্দময় একটা ব্যাপার এটা আপনি যদি ওইখানে গিয়ে না উপভোগ না করেন তাহলে আপনি বুঝবেন না - সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কাছের কিছু বন্ধুরা অথবা ফ্যামিলির কেউ হোক যাদের সাথে আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে - তাদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আপনার ভালো লাগবে কারণ তারা আপনার ভালো লাগার মানুষ - সবাই মিলে একসাথে প্রচুর ঘোরাফেরা করলাম দুপুরে খাওয়া-দাওয়া করলাম বিকেলে আবার সবাই বাইক রাইডিং করতে করতে বাগেরহাটে এ পৌঁছলাম এর পর বাগেরহাটের সামনে একটি চায়ের দোকানে দাড়ালাম সবাই মিলে কিছুটা সময় এখানে আড্ডা দিলাম এক কাপ দুধ চা খেলাম কাচা পাতি দিয়ে বানানো পরে হালকা মালাই দেয়া মুখে চায়ের স্বাদ এখনো লেগে আছে খুবই সুন্দর হয়েছিল চা টি - হালকা মেঘলা আবহাওয়া ছিল - ফোটা ফোটা বৃষ্টি - সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে ওই দিন টা - জীবনটা তো অল্পসময়ের ক্ষণস্থায়ী - এছাড়া সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকার পরে - একদিন কাছের বন্ধুদের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারলে - মনটা খুব ভালো হয়ে যা সব কষ্ট পেরেশানি দূর হয়ে যায় - এছাড়া আমাদের ভিতরে অনেক বন্ধুরা আছে যারা মোবাইল ফোন বিক্রি করে হলেও ঘুরতে যাওয়ার জন্য পাগল এক কথায় তাদেরকে ভ্রমণ প্রেমিক বলতে পারেন - তোর সব কথার এক কথা এটাই যে আমরা সবাই ভ্রমণ প্রেমিক ❤️
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং যে আমার ভিডিওটি দেখার জন্য সময় নিয়েছেন। আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে!
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আরও বিস্তারিত জানার জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন।
আপনাদের কাছে এই ভিডিওটি দেখে ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত এবং পরামর্শ নিতে কমেন্ট করুন । ধন্যবাদ সবাইকে
BLT • BOY'S LOVE TRAVELING #khulna
#subscribe #my #youtube #channel
#keepsupporting #support #thankyou
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: