জামালপুরে নদী ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
Автор: Rupashi Bangla TV
Загружено: 2025-07-09
Просмотров: 20
Описание:
জামালপুরের ইসলামপুর উপজেলার কটাপুর বাজার, কোদাল ধোঁয়া, রাজারপুর রায়েরপাড়া ও আইরমারী পর্যন্ত যমুনা নদীর দক্ষিণ পয়েন্টে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। জামালপুর থেকে শরিফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বিস্তারিত
যমুনার ভাঙ্গন প্রতিরোধের দাবিতে আজ দুপুরে কোদাল ধোঁয়া ঘাটে মানববন্ধন করেছে এলাকাবাসী। কটাপুর, কোদাল ধোঁয়া, রাজাপুর, রায়েরপাড়া ও জিগাতলা এলাবাসীর আয়োজিত মানববন্ধনে, বক্তব্য রাখেন, বকুল খান, মাসুদ মাস্টার, শহিদ মন্ডল ও হামিদুল ইসলাম।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, কটাপুর, কোদালধোঁয়া হয়ে আইড়মারী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যমুনা ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এই ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি নদী গর্ভে চলে যাচ্ছে। ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ৫টি গ্রামের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ইদগাহ মাঠ, ব্রিজ-কালভার্ট, বসতবাড়ি, শত শত একর ফসলি জমি। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: