বিশেষ প্রশিক্ষণ বিজ্ঞপ্তি: আহত জুলাই যোদ্ধাগণের জন্য চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স
Автор: July Shaheed Smrity Foundation
Загружено: 2025-10-09
Просмотров: 97
Описание:
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)-এর আয়োজনে আহত জুলাই যোদ্ধাগণের জন্য চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রদান করা হচ্ছে। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী যোদ্ধাগণের কাছ থেকে নিম্নোক্ত কোর্সসমূহে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।
🎬 প্রশিক্ষণ কোর্সসমূহ:
১. বেসিক ফিল্ম মেকিং
২. ফিল্ম এডিটিং
৩. স্ক্রিপ্ট রাইটিং
৪. সেট ডিজাইন
৫. ডকুমেন্টারি মেকিং
৬.মোবাইল সাংবাদিকতা
৭.ক্যামেরা সাংবাদিকতা
📋 প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য:
•প্রতি কোর্সে প্রশিক্ষণার্থী সংখ্যা: ২০ জন
•মোট ধাপ: ২ ধাপ (প্রতি ধাপে ২০ জন করে ২ ধাপে ৪০, সর্বমোট ২০০ জন প্রশিক্ষণার্থী)
•প্রশিক্ষণ শুরু: ১৯ অক্টোবর ২০২৫
•প্রশিক্ষণ সমাপ্তি: নভেম্বর মাসের শেষ সপ্তাহে (প্রায় ২৮–৩৫ দিনব্যাপী)
•ক্লাসের সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
•প্রশিক্ষণ স্থান: বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউট (BTCI), দারুস সালাম, মিরপুর, ঢাকা
💰 সুযোগ-সুবিধা:
•প্রতিদিন প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদান করা হবে।
•ইনস্টিটিউট কর্তৃক প্রতিদিন দুইবার নাস্তা এবং দুপুরের খাবার প্রদান করা হবে।
•আবাসনের ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।
🧾 আবেদন সংক্রান্ত তথ্য:
•আবেদন করার যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি বা সমমান পাশ।
•প্রার্থীর শর্ত: নির্বাচিত কোর্স বিষয়ে আগ্রহী হতে হবে এবং ন্যূনতম প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
•আবেদন পদ্ধতি: নিচের প্রদত্ত অনলাইন ফর্মের লিংক-এ গিয়ে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
Link: https://shorturl.at/Q9rtq
•আবেদন জমাদানের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টা পর্যন্ত।
⚠️ আবেদনপত্রে প্রদত্ত কোনো তথ্য অসম্পূর্ণ বা মিথ্যা হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে আগ্রহী জুলাই আহত যোদ্ধাগণকে এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান করা যাচ্ছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: