সেন্ট যোসেফস স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সংবর্ধনা
Автор: Md Mamur
Загружено: 2025-09-12
Просмотров: 153
Описание:
সেন্ট যোসেফস স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সংবর্ধনা
গত ২৬ জানুয়ারী ২০২৪ তারিখে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই হোটেল এশিয়া এন্ড রিসোর্ট, তোপখানা রোড, ঢাকায় 'মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪' এ ভূষিত হন। এছাড়াও, নারী ও শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ মার্চ ২০২৪ তারিখে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং মানবাধিকার জোটের যৌথ আয়োজনে বেগম সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘরে তাকে 'শিক্ষার দীপশিখা' সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর নেতৃত্বে সেন্ট যোসেফস স্কুলে এসেছে আমূল পরিবর্তন। প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষকদের বেতন বৃদ্ধি, স্কুলের পরিসর সম্প্রসারণ (নার্সারি ও নবম-দশম শ্রেণী যুক্তকরণ), এবং শিক্ষার্থীদের নিজস্ব স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তার উদ্যোগে প্রশস্ত টিচার্স রুম, অডিটোরিয়াম, এবং অভিভাবকদের জন্য ছাউনি ও টয়লেট সুবিধা তৈরি করা হয়েছে। এছাড়াও, তিনি বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা, শিক্ষকদের টিচার্স এসকাশন, এবং শিক্ষার্থীদের শিক্ষা সফরের মতো নানা আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা স্কুলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাঁর এই গৌরবময় অর্জন এবং স্কুলের প্রতি ত্যাগ, ভালোবাসা ও আন্তরিকতার জন্য সেন্ট যোসেফস স্কুল কর্তৃপক্ষ তাকে সংবর্ধনা প্রদান করে। এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, সিস্টার, শিক্ষার্থী ও কর্মচারীসহ সকলে উপস্থিত ছিলেন।
#Schoolday #Principal #AwardWinner #EducationalExcellence #StJosephs #Dinajpur #শিক্ষাক্ষেত্রেঅবদান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: