Purushottam Maas Vrat Vidhi 2023। পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য।
Автор: Samir Das Vlogs
Загружено: 2023-07-22
Просмотров: 791
Описание:
#purushottam mass #purushottam vrat #পুরুষোত্তম মাসের মহিমা
প্রতি তিন বছরে এক বার মলমাস পালিত হয়। শাস্ত্রে এই মলমাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মাস বলে বিবেচনা করা হয়। চলতি বছর ১৮ জুলাই থেকে মলমাস শুরু হয়েছে যা শেষ হবে ১৬ অগাস্ট ২০২৩। এই মাসটিকেই পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। সকল মাসের প্রধান অধিমাস একসময় দুঃখ-ভারাক্রান্ত হয়ে বিনম্রতার সহিত বৈকুণ্ঠে নারায়ণের নিকট গেলেন এবং তাঁর অবস্থার বর্ণনা করলেন। ক্রমান্বয়ে নারায়ণ অধিমাসকে তাঁর সাথে করে গোলেকে ভগবান শ্রীকৃষ্ণের নিকট নিয়ে গেলেন। কৃষ্ণ, মলমাসের দুঃখের কথা শুনে, করুণাপূর্ণ হয়ে বললেন- “হে রমাপতি, জগতে আমি যেভাবে পুরুষোত্তম নামে পরিচিত, এই অধিমাসও তেমনি সারা বিশ্বে পুরুষোত্তম মাস নামে খ্যাত হবে। আমার সকল গুণ এই মাসের মধ্যে প্রবেশ করবে। আমারই মতো, এই মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ হবে। এই মাস পূজনীয় এবং স্তুতির দ্বারা প্রশংসার যোগ্য। অন্য সকল মাস সকাম, জাগতিক বাসনায় পরিপূর্ণ। তাই এই মাস নিষ্কাম, জাগতিক বাসনাবিহীন। যদি কেউ জাগতিক বাসনা ব্যতীত হয়ে এই মাসের আরাধনা করে, তাহলে তার সকল কর্মফল নিঃশেষ হয়ে যায় এবং সে আমাকে লাভ করে। আমার ভক্তেরা অনেক সময় অপরাধ করে ফেলে, কিন্তু এই মাসে কোনো অপরাধ হয় না।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: