এখন ED র পালে জোর হওয়া
Автор: Banga biswas
Загружено: 2022-09-22
Просмотров: 389
Описание:
“এখন EDর পালে জোর হওয়া ”
১। ED তখনই কোন কেস রেজিস্ট্রি করতে পারে যদি রাজ্য বা সিবিআই কোনো কেস আগে রেজিস্ট্রি করেছে ।
২। কোনো আসামি ED তদন্তকারী অফিসার এর কাছে যদি কোন বয়ান দেয় - তাকে প্রমাণ বলে গ্রাহ্য করা হয় ।
৩। ED - এর কালো টাকা সাদা করার কেসে ( মানি লন্ডারিং) বেইল পাওয়া কঠিন - আইনে এর ফলে আসামিরা অনেকদিন ইডি হাজতে/ জেল হাজতে থাকে ।
৪। UPA - এর সময় ED - এর ৪০০ জন অফিসার ছিল , এখন ১৬০০ । তবে ED- র অনুমোদিত সংখ্যা হল ২০০০ ।
৫। UPA - এর সময় ১৮৬৭ টি কালো টাকা সাদা করার আইনে রেজিস্ট্রি করেছিল, এবং ১১২ বার হানা দেয় । ৫,৩৪৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ।
৬। ED এন-ডিএর - সময়ে মার্চ ২০২২ পর্যন্ত ৩৫৫৫ কেস রেজিস্ট্রি করে - হানা দেয় - ৩০১০ বার ও বাজেয়াপ্ত করে ৯৯,৩৫৬ কোটি টাকার সম্পত্তি । UPA - এর সময় থেকে ১৮ গুন বেশি ।
৭। সম্প্রতি যে ২১ টি কালো টাকা সাদা করার ( মানি লন্ডারিং) মামলার বিচার সমাপ্ত হয়েছে - তারমধ্যে ১৮ টি কেসে ৩০ জন আসামির সাজা হয়েছে । অর্থাৎ সাজার হার ৮৫.৭১% - সিবিআই এর থেকে অনেক বেশি ।
( সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস , সেপ্টেম্বর ২১, ২০২২, পৃ- ১,৮ )
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: