হিন্দুধর্মের নিত্য প্রয়োজনীয় মন্ত্র | Nitya Proyojonio Mantra | Important Mantra
Автор: Mintu Kumar Bhadra
Загружено: 2025-08-03
Просмотров: 443733
Описание:
হিন্দুধর্মের নিত্য প্রয়োজনীয় মন্ত্র | Nitya Proyojonio Mantra | Important Mantra
কণ্ঠ:
শ্রী কানু বাঁশফোর
মাস্টার ট্রেইনার কাম ফ্যাসিলেটেটর
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাজশাহী।
০১. সকল কাজ শুরু করার আগে বলতে হয়
ওঁ তৎ সৎ।
০২. বাড়ি থেকে রওয়ানা দেওয়ার আগে বলতে হয়
ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহস্তুতে।
বা 'দুর্গা, দুর্গা, দুর্গা'।
০৩. পিতৃস্তুতি
ওঁ পিতা স্বর্গঃ পিতা ধর্ম পিতাহি পরমং তপঃ।
পিতরি প্রীতিমাপত্রে প্রিয়ন্তে সর্বদেবতাঃ।
০৪. মাতৃপ্রণাম মন্ত্র
ওঁ যৎ প্রসাদাৎ জগৎদৃষ্টং পূর্ণকামো যদাশীষা।
প্রত্যক্ষ দেবতায়ৈ মে তুভ্যং মাত্রে নমো নমঃ ॥
০৫. রাতের ঘুমানোর সময়
ওঁ শ্রী পদ্মনাভায় নমো নমঃ।
০৬. তুলসী গাছে জল দিবার মন্ত্র
ওঁ গোবিন্দ-বল্লভাং দেবীং ভক্ত-চৈতন্যকারিণীং।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণুভক্তি-প্রদায়িনীং।
০৭. তুলসী প্রদক্ষিণ মন্ত্র
ওঁ যানি কানি চ পাপানি ব্রহ্মাহত্যাদিকানি চ।
তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে।
০৮. তুলসী প্রণাম মন্ত্র
ওঁ বৃন্দায়ৈ তুলসী দেব্যে প্রিয়ায়ৈ কেশবস্য চ।
কৃষ্ণভক্তিপ্রদে দেবী। সত্যবত্যৈ নমো নমঃ।
০৯. বিল্বপত্র (বেলপাতা) চয়ন মন্ত্র:
ওঁ পূণ্যবৃক্ষ মহাভাগ মালুর শ্রীফল প্রভো।
মহেশপূজনার্থায় তৃৎপাত্রাণি চিনোম্যহম্।
১০. দূর্ব্বা চয়ন মন্ত্র
ও মহন্ত্রপরমা দেবী শতমূলা শতাম্বুরা
সর্ব্বৎ হরতু মে পাপং দূর্ব্বা দুঃস্বপ্ননাশিনী ।
১১. তুলসী পাতা চয়ন মন্ত্র
ওঁ তুলস্যমৃতজন্যাসি সদত্বং কেশবপ্রিয়া।
কেশবার্থে চিনোমিত্বাং বরদা ভব শোভনে।
১২. ঘুম থেকে উঠে বিছানায় বসে মন্ত্রপাঠ
ওঁ ব্রহ্ম মুরারি স্ত্রিপুরান্তকারী ভানুঃ শশী ভূমিসূতো বুধশ্চ।
গুরুশ্চ শুক্রঃ শনি রাহু কেতুর্বস্তু সর্বে মম সুপ্রভাতম।
অতঃপর বলুন,
ও প্রিয়দত্তায়ৈ ভূম্যৈ নমঃ॥
১৩. জলশুদ্ধি
ওঁ গঙ্গে চ যমুনেচৈব গোদাবরী সরস্বতী।
নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন্ সন্নিধিং কুরূ ।
১৪. স্নানমন্ত্র
ওঁ কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাসপুষ্করাণি চ।
তীর্থান্যেতানি পূণ্যানি প্রাতঃস্নানকালে ভবত্ত্বিহ।
১৫. খাদ্য গ্রহণ মন্ত্র
ও শ্রী জনার্দনায় নমঃ।
১৬. কারো সুসংবাদ এর মন্ত্র
অথবা-হরিবল। হরিবল। হরিবল।
১৭. কারো জন্ম সংবাদ শুনলে ৩ (তিন) বার বলতে হয়: ওঁ আয়ুষ্মান ভব।
১৮. কারো দুঃসংবাদ শুনার সঙ্গে সঙ্গে বলতে হয়:
ওঁ আপদং অপবাদশ্চ অপসরঃ।
১৯. মৃত্যু সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে বলতে হয়:
ওঁ তস্য আত্মানস্য সদাতি ভব।
অথবা, দিব্যান, লোকান সঃ গচ্ছতুঃ।
অথবা (দহেয়ং সর্বগাত্রানি)
২০
২১
মুখশুদ্ধি ও দেহশুদ্ধি মন্ত্র
গুরু প্রণাম মন্ত্র
স্নান করার আগের মন্ত্র
বই পড়ার আগের মন্ত্র
একাদশী পারণের মন্ত্র
ভাই ফোঁটার মন্ত্র
বিপদকালে বলতে হয়
মুখশুদ্ধি:
ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু (জলসহ) দেহশুছি।
ওঁ অপবিত্রাঃ পবিত্রোবা সর্বাবস্থাং গতোপিরা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ।
অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।
গৃহে প্রবেশকালে বলতে হয়
: ও বাস্তু পুরুষায় নমঃ।
২৮
শৌচাগারে প্রবেশকালে বলতে হয়
ও আজ্ঞা কুরু বসুন্ধরা।
কোন কারণে ভীত হলে বলতে হয়।
রাম। রাম। রাম।
অথবা ও বিষ্ণু, ও বিষ্ণু, ওঁ বিষ্ণু।
৩১
৩২
: ও নারায়ণ। ও নারায়ণ। ও নারায়ণ।
৩৩
প্রবাসে যাওয়ার সময় বলতে হয়
ও ত্রিবিক্রম। ও ত্রিবিক্রম। ও ত্রিবিক্রম।
৩৪
ঔষধ সেবনকালে বলতে হয়
: ওঁ বিষ্ণু। ওঁ বিষ্ণু। ওঁ বিষ্ণু!
৩৫
রোগে আক্রান্ত হলে বলতে হয়
ও প্রসীদ পরমানন্দ প্রসীদ পরমেশ্বর।
আধি-ব্যাধি ভূজাঙ্গনে দষ্টং মামুদ্ধর প্রভো।
৩৬
যুদ্ধকালে বলতে হয়
ও চক্রধর! ও চক্রধর! ও চক্রধর!
৩৭
মৃত্যুকালে বলতে হয়
: ও নারায়ণ। ও নারায়ণ। ও নারায়ণ।
৩৮
বনপথে গমনকালে বলতে হয়
ও নৃসিংহদেব। ওঁ নৃসিংহদেব। ও নৃসিংহদেব!
৩৯
অগ্নি ভয়ে বা আগুনের ভয়ের সময় বলতে হয়
: ও জলশায়িনম্। ও জলশায়িনম। ও জলশায়িনম।
৪০ বিবাহকালে বলতে হয়
ও প্রজাপতে। ও প্রজাপতে! ও প্রজাপতে।
৪১ পর্বত গমনকালে বলতে হয়
: ও রঘুনন্দনম্। ও রঘুনন্দনম্। ও রঘুনন্দনম্।
৪২ কোন ব্যক্তির সাথে দেখা হলে বলতে হয়
দুই হাত জোড় করে বুকের কাছে হাত নিয়ে এসে "নমস্কার"।
৪৩ সর্ব কার্যে বলতে হয়
: হরে কৃষ্ণ।
অথবা, ও মাধব। ও মাধব। ও মাধব।
৫. মাথার উপর জল ছিটিয়ে তিন বার বলতে হবে- ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু।
-৪৫
গায়ত্রী মন্ত্র
ওঁ ভূর্ভুবঃ স্বঃ।
তৎ সবিতুর্বরেণ্যং।
ভর্গোদেবস্য ধীমহি।
ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। (ঋগ্বেদ-৩/৬২/১০)
৪৬ সূর্য প্রণাম মন্ত্র
ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম।
৪৭
মহামন্ত্র/তারকব্রহ্মনাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে।
৪৮
শ্রীশ্রী কৃষ্ণ প্রণাম মন্ত্র
ওঁ হে কৃষ্ণ করুণাসিন্ধো
দীনবন্ধো জগৎপতে।
গোপেশ গোপিকাকান্ত
রাধাকান্ত নমোহস্তুতে।
৪৯
পুষ্প শুদ্ধি মন্ত্র
: "ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে,
পুষ্পচয়া বকীর্ণে হুঁ ফট্ স্বাহা"। এই বলিয়া পুষ্পের উপর চন্দন দিতে হবে।
৫০
কর শুদ্ধি মন্ত্র
গন্ধ পুষ্প লইয়া
"ঐংবং অবস্থায় ফট" এ মন্ত্রে দুই হস্তে ঘর্ষন করতঃ আঘ্রাণ লইয়া বামদিকে নিক্ষেপপূর্বক গঙ্গাজলের ছিটা দিতে হয়।
৫১
আসন শুদ্ধি মন্ত্র
ও অস্য আসনমন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষিঃ সুতলং ছন্দঃ কর্মোদেবতা
আসনোপবেশনে বিনিয়োগঃ।
হাত জোড় করিয়া
ও পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবি ত্বং বিষ্ণুনাং ধৃতা।
ত্বংচ ধারয় মাং নিত্যং পবিত্রমাসনং করু।
৫২
ক্ষমা প্রার্থনা মন্ত্র
ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ।
পূর্ণং তৎ সর্বং ভবতু ত্বৎপ্রসাদাৎ জগদ্গুরো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: