Krrish 4 নতুন চমক, পরিচালক হৃত্বিক রোশন নিজেই 😎
Автор: RT News
Загружено: 2025-03-28
Просмотров: 233
Описание:
চমক নিয়ে আসছেন হৃতিক এর ক্রিশ 4 😱
পরিচালক আর কেউ নয়। স্বয়ং ঋত্বিক রোশন 💖
পরিচালক রাকেশ রোশন ‘কৃশ’ সিরিজের নতুন সিনেমা নিয়ে যে চিন্তাভাবনা শুরু করেছেন, সে কথা আগেই শোনা গেছে। মঙ্গলবার সেই সংবাদ সত্য বলে জানিয়েছেন নির্মাতা। তবে আরও দু’টি বড় চমকও থাকছে বলে জানাচ্ছে একটি সূত্র।
বরাবরের মতো সুপারহিরো কৃশের ভূমিকায় অভিনয় করেন হৃতিক রোশন। কিন্তু এবার অভিনেতার কাঁধেই গুরুদায়িত্ব থাকছে।
এর আগে এই সিরিজের তিনটি ছবি পরিচালনা করেছিলেন বাবা রাকেশ রোসন । এবারে তিনি ক্রিষ 4 এ ছেলে হৃত্বিক রোশন কে পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
অর্থাৎ তার ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোনো ছবি নির্মাণ করতে যাচ্ছেন। রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।
রাকেশ রোশন হৃতিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি।’
এ সংবাদ প্রকাশ্যে আসতেই হৃতিককে অনুরাগীদের একাংশ সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, নির্মাতার আসনে বসে হৃতিক নতুন চমক দিতে পারেন। কারণ নির্মাতা এবং অভিনেতার দৃষ্টিভঙ্গি মিলে গেলে তা সিনেমাটির ক্ষেত্রে ভালা বলেই অনেকে ধারণা করছেন।
হৃতিকের‘কোই মিল গয়া’ সিনেমার পর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃশ’। তারপর ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। নতুন সিনেমার দৃশ্যধারণ শিগগির শুরু হবে শোনা যাচ্ছে।
প্রিয় বন্ধুরা হৃত্বিক রোশনের ফ্যান নেই এমন কোন
দেশ নেই। সো অপেক্ষার পর গুনতে থাকুন কামিং সুন ক্রিস ফোর। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: