মেলার মাঠে মুখোমুখিতে মজিদ মাহমুদ | Mozid Mahmud in Melar Mathe Mukhomukhi
Автор: Shimul Salahuddin
Загружено: 2023-02-18
Просмотров: 248
Описание:
জন্মেছিলেন ১৯৬৬ সালের ১৬ এপ্রিল, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামে।
কবিতাজীবনের শুরুতেই লিখেছেন ‘মাহফুজামঙ্গল’ (১৯৮৯), যা বাংলা ভাষায় আলোচিত কাব্যকৃতি। প্রবন্ধ-গবেষণার ক্ষেত্রেও তিনি স্বাতন্ত্র্য দৃষ্টিভঙ্গির প্রমাণ রেখেছেন। তাঁর কবিতা ও প্রবন্ধের ভাষা সহজ সাবলীল। রূপকের আড়ালে লুকিয়ে থাকে গল্পের উপাদান। সমাজ রাজনীতি ধর্ম দর্শনের সংশ্লেষে গঠিত জটিল মানব জীবনের চিন্তাশীলতা তিনি সহজেই তাঁর লেখার উপাদান করে তোলেন।
কথা-সাহিত্য দিয়েই তাঁর শুরু। ১৯৮৬ সালে ‘মাকড়সা ও রজনীগন্ধা’ প্রকাশের প্রায় তিরিশ বছর পরে তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সম্পর্ক’ (২০১৬) প্রকাশিত হয়। দৈনিক পত্রিকার ঈদ-সংখ্যায় বিভিন্ন সময় প্রকাশিত হলেও ‘মেমোরিয়াল ক্লাব’ তাঁর প্রথম উপন্যাস। প্রায় বাইশ বছর ধরে তিনি এই উপন্যাসটি লিখেছেন। এ যাবৎ তাঁর গ্রন্থ সংখ্যা ৫৭। লিখেছেন কাজী নজরুল ইসলামের জীবন ভিত্তিক ধারাবাহিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’।
তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘মাহফুজামঙ্গল’, ‘বল-উপাখ্যান, ‘আপেল কাহিনি’ সিংহ ও ‘গর্দভের কবিতা’ ‘ষটকগুচ্ছ’, ‘সাহিত্যচিন্তা বিকল্প ভাবনা’ , ‘ক্ষণচিন্তা’ প্রভৃতি। সাংবাদিকতা, শিক্ষকতা ও সমাজসেবার পেশার সঙ্গে তিনি ঘনিষ্টভাবে জড়িত এই কবি অতিথি হয়েছেন সিটি ব্যাংক নিবেদিত মেলার মাঠে মুখোমুখি’তে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: