রাধারমণ দত্তের বিখ্যাত ধামাইল গান জলে গিয়াছিলাম সই।
Автор: Shuvro Jafor
Загружено: 2017-02-17
Просмотров: 5397
Описание:
জলে গিয়াছিলাম সই বৃহত্তর সিলেট অঞ্চলের জনপ্রিয় ধামাইল গান। গীতিকার রাধারমণ দত্ত। লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত ১৮৩৩ খ্রিস্টাব্দে ১২৪১বাংলায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আতুয়জান পরগনার কেশবপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা রাধামাধব দত্ত, মাতা সুর্বণাদেবীও ছিলেন বিদগ্ধজন। তাঁর রচিত বাউল ও ধামইল গান সিলেটের আঙ্গিনা পেরিয়ে পুরো বাংলাদেশ ও র্বহিঃবিশ্বেও স্থান কওে নিয়েছে। প্রান্থ জনের গান হিসেবে বাউল গানের অমৃতরস দ্বারা মানুষের মনে ঠাইঁ করে নিয়েছেন রাধারমণ। বিভিন্ন সময়ে সাধক রাধারমণের গানের বেশ কিছু গানের বই বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। অধ্যাপক যতীন্দ্র মোহন ভট্টাচার্য প্রথমে রাধারমণ দত্তের গান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া গুরুসদয় দত্ত, ডঃ নির্মলেন্দু ভৌমিক,আব্দুল গফফার চৌধুরী, কেতকী রঞ্জন গুণ,মুহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক মুহম্মদ মনসুর উদ্দীন, হুছন আলী, সৈয়দ মুরতাজা আলী, নরেশ চন্দ্র পাল, যামিনী কান্ত র্শমা, মুহম্মদ আসদ্দর আলী, মাহমুদা খাতুন, ডঃ বিজন বিহারী পুরকাস্থ, সৈয়দ মুস্তফা কামাল, মোঃ আজিজুল হক চুন্নু, জাহানারা খাতুন, নরেন্দ্র কুমার দত্ত চৌধুরী, অধ্যাপক সুধীর চন্দ্র পাল, অধ্যাপক দেওয়ান মোঃ আজরফ ,শামসুর করিম কয়েস সহ আরও অনেক বিদগ্ধজন রাধারমণ দত্তের গান সংগ্রহ করে রেখেছেন।
রাধা রমনের গানের লিরিক্স,
জলে গিয়াছিলাম সই
কালা কাজলের পাখি দেইখা আইলাম কই।।
সোনার ও পিঞ্জরা সই গো, রুপার ও টানগুনি
আবের চান্দুয়া দিয়া পিঞ্জরা ঢাকুনি।।
পালিতে পালিসলাম পাখি দুধ কলা দিয়া।।
এগো যাইবার কালে বেঈমান পাখি না চাইল ফিরিয়া।।
ভাইবে রাধারমণ বলে পাখি রইলো কই।।
এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জরাতে থুই।।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: