What is best? মোটরসাইকেল আর স্কুটার | কোনটা ভাল হবে? Motorcycle Vs Scooter
Автор: Quickchaser
Загружено: 2021-11-05
Просмотров: 24687
Описание:
#scooter_review #best_scooter #top_5_scooter
শহরে, গ্রামে, হাইওয়েতে, বিনোদনে মোটরসাইকেলের জুড়িমেলা ভার। দুইচাকার আরেকটি যান্ত্রিক বাহন হলো স্কুটার। কিছু গাঠনিক বৈশিষ্ট্যের কারনে সাধারন মোটরসাইকেল থেকে দেখতে এবং কাজে আলাদা। নারীদের বাহন হিসেবে প্রচলিত হলেও বর্তমানে অনেকেই এটি ব্যবহারের আগ্রহ দেখাচ্ছেন অনেকগুলো কারনে তারমধ্যে সহজ ব্যবহার, জ্বালানি খরচ কম, আরামদায়ক ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন প্রশ্ন হলো আপনি কোনটি কিনবেন? মোটরসাইকেল নাকি স্কুটার? কোনটি আপনার জন্য ভালো হবে? আজকের ভিডিওতে দুটি বাহনেরই ভালো এবং মন্দ দিক তুলে ধরার চেষ্টা করা হবে। মোটরসাইকেল নাকি স্কুটার? চলুন দেখে নেই পার্থক্যগুলো।
চালানো
গিয়ার, ক্লাচ ইত্যাদি ব্যবহারের কারনে মোটরসাইকেল চালানো শেখা তুলনামূলকভাবে কঠিন কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন থাকার কারনে স্কুটার চালানো শেখা বেশ সহজ
গতি
মোটরসাইকেলের গতি বেশি পাওয়া যায়। সাধারনত ৬০কিমি থেকে শুরু করে ১৫০কিমি পর্যন্ত গতি পাওয়া যায়। অন্যদিকে অধিকাংশ স্কুটার একটু কম গতির হয়ে থাকে। ৫০কিমি থেকে ১৩০কিমি পর্যন্ত হয়ে থাকে।
জ্বালানি খরচ
গতি এবং ওজনের কারনে মোটরসাইকেলে জ্বালানি খরচ বেশি হয়ে থাকে।
স্কুটার সাধারনতই কম জ্বালানি খরচের হয়ে থাকে।
জ্বালানি ট্যাংক
মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক সাধারনতই বড় হয়ে থাকে। ফলে একবারে অনেকদূর পথ চলার উপযোগী জ্বালানি ভরে নেয়া যায়। কিন্তু স্কুটারে জ্বালানি ট্যাংক ছোট আকারের হয়ে থাকে বলে তুলনামুলক ঘনঘন জ্বালানি ভরতে হয় এবং লম্বা জার্নির জন্য স্কুটার একেবারেই উপযোগী নয়।
সাধারন ব্যবহার
মোটরসাইকেল শহরে বা গ্রামে সাধারন ব্যবহার এবং ছোট খাটো মালামাল পরিবহনে কিছুটা কম উপযোগী আর স্কুটার ছোটখাট পথ ভ্রমণে, ছোটখাটো মালপত্ররাখা ইত্যাদি বহনের জন্য বেশ কার্যকর। পারিবারিক বাহন হিসেবে স্কুটারকে আদর্শ একটি বাহন বলা যায়।
মালপত্র ধারন
মোটরসাইকেলে ক্যারিয়ার থাকলেও অধিকাংশ মোটরসাইকেল ব্যাগ বা মালামাল নেবার জন্য আলাদা কিছু নেই, গ্র্যাবরেইলের সাথে ব্যাগ বেধে নিতে হয় যা পিলিয়নের জন্য সমস্যা হয়ে থাকে। অপরদিকে অধিকাংশ স্কুটারেই সীটের নীচে বেশ জায়গা থাকে প্রয়োজনীয় জিনিসপত্র নেবার জন্য। অনেক স্কুটারে সামনের পাদানি সমান এবং প্রসস্ত থাকে। যেখানে প্রয়োজনীয় জিনিস রাখা যায়।
আরাম
আধুনিক মোটরসাইকেলে রাইডারের পর্যাপ্ত আরাম থাকলেও পিলিওন বা সহযাত্রীর জন্য আরামের বিষয়টি তুলনামুলক কম। অনেক বাইকে পিলিয়নের বসার পর্যাপ্ত জায়গাই থাকে না। এই দিক দিয়েই স্কুটারে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়। কারণ স্কুটারে চালক এবং পিলিয়ন উভয়ের বসার জন্য পর্যাপ্ত এবং আরামদায়ক জায়গা থাকে। অনেক স্কুটারে পেছনে ব্যাকরেস্ট থাকার কারনে পিলিয়ন খুবই আরামে বসতে পারেন। আবার প্রায় সকল স্কুটারে সামনে পা রাখার জন্য অনেক এবং আরামদায়ক জায়গা থাকে যা চালককে প্রশান্তি এনে দেয়।
কনট্রোল ও নিরাপত্তা
মোটরসাইকেল এবং স্কুটার উভয়তেই এখন শক্তিশালী ডিস্কব্রেক ব্যবহার করা হয়। তবে স্কুটারের চাকা তুলনামূলক বেশি মোটা হওয়াতে ব্রেকিং এ বেশি সুবিধা পাওয়া যায়।তুলনামুলক কম গতির কারনে দুর্ঘটনায় স্কুটারে ক্ষতির পরিমানও কম।
পার্টস ও এক্সেসরিজ
মোটরসাইকেলের পার্টস এবং প্রয়োজনীয় এক্সেসরিজগুলো তুলনামুলকভাবে সকল জায়গাতেই পাওয়া যায়।
স্কুটার এখনও তেমন প্রচলিত নয় বলে সকল জায়গায় তার স্পেয়ার পার্টস সহজলভ্য নয়।
দাম
তুলনামুলকভাবে মোটরসাইকেল দাম বেশি হয়ে থাকে
স্কুটারের দাম মোটরসাইকেলের বিবেচনায় কিছু কমই বলা যেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: