প্রস্তুত করা হয়েছে এশিয়া মহাদেশ এবং বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ মানব জিন্নাত আলীর কবর | Islamic TV
Автор: Islamic TV Live
Загружено: 2020-04-29
Просмотров: 213
Описание:
প্রস্তুত করা হয়েছে এশিয়া মহাদেশ এবং বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম কবর
গতকাল ২৮ এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে প্রস্তুত করা হয় এশিয়া মহাদেশ এবং বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম কবর। যার দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রস্থ ৪ ফুট। কেননা বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের দীর্ঘতম মানুষ জিন্নাত আলী গতকাল ভোর রাতে ইন্তেকাল করেন (ইন্না... রাজিউন)। চলুন জেনে নেই জিন্নাত আলীর মৃত্যু সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু তথ্য।
তার আগে বলে নেই। আপনি যদি আমাদের ইসলামিক টিভি চ্যানেলটিতে নতুন হন তাহলে এখনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে আমাদের চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাত আলী। এক মেয়ে, তিন ছেলের মধ্যে জিন্নাত আলী তৃতীয় ছিলেন। জিন্নাত আলী ১৯৯৬ সালের জন্মগ্রহণ করেন। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর অস্বাভাবিক উচ্চতা শুরু হয়। সেই উচ্চতা সর্বশেষ গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।
২০১৮ সালের অক্টোবর মাসে এক সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দীর্ঘ মানব জিন্নাত আলী। জিন্নাতকে সংসদ ভবনে নিয়ে যান কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। এ সময় অসুস্থ জিন্নাত আলীর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিন্নাতের চিকিৎসার জন্য দিয়েছিলেন পাঁচ লাখ টাকার অনুদান। এছাড়া তাঁকে দেওয়া হয় একখণ্ড জমি, জমিতে তৈরি একটি পাকা দোকান ও মালামাল কেনার টাকা।
প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় জিন্নাত আলীকে সেসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুল্লাহ জিন্নাত আলীর চিকিৎসা করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার হয়েছে। এ ছাড়া হরমোন সমস্যার কারণে তাঁর উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল। চিকিৎসা চলাকালীন কিছুটা সুস্থতা বোধ করলে তিনি তার নিজ বাড়ীতে চলে আসেন। জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী জানিয়েছেন, কয়েকদিন আগে শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে গেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২৬ এপ্রিল রবিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। পরে তার অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।চমেক হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এস এম নোমান খালেদ চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল ২৮ এপ্রিল ভোর রাত ৩ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন।
অতঃপর তাকে সমাধিস্থ করার জন্য তার আবাসস্থল বড়বিল গ্রামে এশিয়া মহাদেশ এবং বাংলাদেশে দীর্ঘতম কবরটি খনন করা হয় যার দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রস্থ ৪ ফুট।
বর্তমান করোনা ভাইরাস এর প্রতিকুল অবস্থায় পারিবারিক ভাবে স্বল্প পরিসরে তার জানাজার নামাজ এবং দাফন সম্পন্ন করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: