পঙ্গু হাসপাতালে ভয়ঙ্কর অনিয়ম | সিন্ডিকেট ও চাঁদাবাজি চলছেই |irregularities | Syndicate | আওয়াজ |
Автор: Aoaj
Загружено: 2022-07-19
Просмотров: 2859
Описание:
পঙ্গু হাসপাতালে ভয়ঙ্কর অনিয়ম | সিন্ডিকেট ও চাঁদাবাজি চলছেই |irregularities | Syndicate | Doctor| আওয়াজ | #পঙ্গুহাসপাতাল #Aoaj #Bangladesh
রোগ হলে এমনিতেই সমস্যার অন্ত থাকে না রোগীসহ রোগীর আত্মীয় স্বজনদের। ঠিক সময়ে পাওয়া যায়না ডাক্তার, নার্সসহ ঔষধপত্র। তার মধ্যে তো আছেই দালালদের দৌরাত্ম। তেমনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)
এখনও দালাল সিন্ডিকেটের হাতে জিম্মি। হাসপাতালের পুরো কাজকর্মই যেন নিয়ন্ত্রণ করছেন সিন্ডিকেট সদস্যরা। এ সিন্ডিকেটের মধ্যে রয়েছেন হাসপাতালের কয়েকজন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও দালাল। এ কারণেই সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ রোগী। জানা যায়, বখশিশ ছাড়া কোনো কাজ হচ্ছে না পঙ্গু হাসপাতালে। চিকিৎসাসেবা প্রদানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও অভ্যন্তরীণ সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে কেবিন, ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, অপারেশন থিয়েটারসহ বহির্বিভাগ পর্যন্ত এ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। পঙ্গু হাসপাতালে টাকা ছাড়া কোনো রোগী ওয়ার্ডবয় ও আয়াদের কাছ থেকে নূন্যতম সেবা পান না বলে অভিযোগ রয়েছে। এ সিন্ডিকেটের কাছে ডাক্তাররা পর্যন্ত অনেক সময় অসহায় হয়ে পড়েন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: