দন্ডবিধি আইনের আলোচনা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এর সাধারণ ব্যতিক্রম অধ্যায়
Автор: Different Bangla DB
Загружено: 2020-10-10
Просмотров: 458
Описание:
নিজেকে ধর্ষণ
হতে বাচাবার
আইনগত অধিকার
আত্মরক্ষার ব্যক্তিগত
এই অধিকার কখন
শুরু এবং শেষ সময়
প্রথমত (First):-
এইরূপ আক্রমণ যার
ফলে ন্যায়সঙ্গতভাবেই
এমন আশঙ্কার সৃষ্টি হয়
যে,ব্যক্তিগত আত্মরক্ষামূলক
অধিকারের অবাধ প্রয়োগ
না করলে সে আঘাতে
সে আসন্ন মৃত্যু অনিবার্য;
দ্বিতীয়ত:
এইরূপ আক্রমণ যার
ফলে ন্যায়সঙ্গতভাবেই
এমন আশঙ্কার সৃষ্টি হয় যে
প্রতিরোধ না করলে সে
আঘাতের বা আক্রমণের
ফলে আসন্ন মৃত্যু অনিবার্য;
তৃতীয়ত (Thirdly):-
ধর্ষণের উদ্দেশ্যে
আঘাত বা আক্রমণ;
চতুর্থত (Fourthly):-
অস্বাভাবিক কামনা
চরিতার্থ করার উদ্দেশ্যে
আঘাত বা আক্রমণ;
পঞ্চমত (Fifthly):-
শিশু অপহরণ বা
ব্যক্তি হরণের উদ্দেশ্যে
আক্রমণ বা আঘাত;
ষষ্ঠত (sixthly):-
কোন ব্যক্তিকে অন্যায়
বা বেআইনীভাবে আটক
করার উদ্দেশ্যে এমন
পরিস্থিতিতে তার উপর
হামলা, যে পরিস্থিতিতে
ন্যায়সঙ্গতভাবেই সে
ব্যক্তির মনে এই আশঙ্কার
সৃষ্টি হয় যে,সে মুক্তির
জন্য সরকারী কর্তৃপক্ষের
আশ্রয় নিতে সমর্থন হবে
দঃবি আইনের-১০২
ধারাঃ মোতাবেক
দেহের ব্যক্তিগত
আত্নরক্ষার অধিকারের
আরম্ভ ও স্থিতিকাল
দঃবিঃ আইনের-১০২
ধারা মতে দেহের প্রতি
বিপদের সম্ভাবনা দেখা
দেওয়ার সঙ্গে সঙ্গেই
দেহ রক্ষার জন্য
আত্মরক্ষার ব্যক্তিগত
অধিকারের সূচনা হয়
সম্ভাবনা যতক্ষণ
পর্যন্ত বিদ্যমান থাকে
ততক্ষণ পর্যন্ত এই
অধিকারটি বলবৎ থাকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: