বনদস্যু এখন দিনমজুর by Mohsin ul Hakim
Автор: Mohsin Ul Hakim
Загружено: 2019-07-19
Просмотров: 15712
Описание:
#জীবনেফেরারগল্প৮৩
আবুল ডাকাত এখন দিনমজুর
ডুমুরিয়ার প্রত্যন্ত এক গ্রাম। সাবেক বনদস্যু আবুল এর বাড়ি। ছোট্ট দু'টি ছাপড়া ঘর। আঙ্গিনায় ঢুকতেই দেখি, টুলে বসে ছেঁড়া জাল সেলাই করছেন বয়োবৃদ্ধ একজন। আবুলের বাবা। পাশেই চুলা জ্বলছে। দুপুরের রান্না হচ্ছে আমাদের জন্য।
দারিদ্রের ছাপ চারপাশে। অথচ এই আবুলই কী না কাঁপিয়ে বেড়াত সুন্দরবনের পশ্চিম দিকটা। ওপাশে বনদস্যু ডন বাহিনী দস্যুতা করছিলো, বেশী দিন আগের কথা না। বিশাল নামডাক ওয়ালা এই দস্যুরা নিজেদের পরিচয় দিত বাংলার ডন নামে।
দস্যুতা, অপহরণ, বন্দুকযুদ্ধ সবই ছিল। অবৈধ রোজগারও ছিল, তবে তা খেয়ে ফেলেছে বারো ভুতে। দস্যুতার টাকা সব কোথায় গেছে? লিখব কোন একদিন।
দস্যুতা ছেড়ে জীবনে ফিরে আবুলের জীবন চলছে দিনমজুরি করে। তাতেও খুশী। অন্তত বাড়িতে থাকতে পারছে পরিবারের সঙ্গে। কেটেছে ক্রসফায়ার, পুলিশি ধরপাকড়ের আতঙ্ক। দুবেলা খেয়ে পড়ে রাতে তো নিশ্চিন্তে ঘুমটা হচ্ছে!
খুলনা ভিত্তিক অবৈধ অস্ত্রের সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ, সেখান থেকে ফেরারি জীবন, তারপর জীবন বাঁচাতে সুন্দরবন। বনে গিয়ে আরেক অপরাধে জড়িয়ে পড়া। অবৈধ অস্ত্র হাতে, তারপর ক্ষণে ক্ষণে জীবনের ঝুঁকি। ক্রসফায়ার থেকে বাঁচতে সুন্দরবনে গিয়ে তারচেয়েও বড় ঝুঁকির জীবন শুরু। সেখান থেকে আত্মসমর্পণ করে জীবনে ফিরেছে সাবেক দস্যু বাচা ডন।
সেদিন আবুলের বাড়ি ঘুরে আসলাম, খেয়ে আসলাম একবেলা। রাস্তার পাশে বসে শুনছিলাম দস্যুজীবনের ঝুঁকির কথা....
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: