ইবনে সিনার জীবনী – মুসলিম বিশ্বের চিকিৎসা ও দর্শনের অবদান।
Автор: Relivian Science
Загружено: 2025-08-14
Просмотров: 61
Описание:
ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রি.) ছিলেন বিশ্বের ইতিহাসের এক অনন্য প্রতিভাবান মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসাবিদ ও জ্যোতির্বিদ। তাঁর পূর্ণ নাম আবু আলী আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি জন্মগ্রহণ করেন ৯৮০ খ্রিষ্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারা প্রদেশের নিকটবর্তী আফশানা নামক গ্রামে। অল্প বয়স থেকেই তাঁর অসাধারণ মেধা ও জ্ঞানলাভের আগ্রহ প্রকাশ পায়। মাত্র দশ বছর বয়সে তিনি কুরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করেন এবং এরপর গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, যুক্তিবিদ্যা, চিকিৎসা ও প্রাকৃতিক বিজ্ঞানে দক্ষতা অর্জন করেন।
চিকিৎসাশাস্ত্রে তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হলো "আল-কানুন ফি আল-তিব্ব" (The Canon of Medicine), যা মধ্যযুগ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ার বহু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। এ গ্রন্থে তিনি মানবদেহের গঠন, রোগের কারণ, চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্য রক্ষার নানা নীতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।
দর্শনের ক্ষেত্রে ইবনে সিনা এরিস্টটলের ভাবধারাকে ইসলামী দর্শনের সাথে সমন্বয় করে এক নতুন জ্ঞানের ধারা সৃষ্টি করেন। তাঁর দার্শনিক গ্রন্থ "আল-শিফা" (The Book of Healing) বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, যুক্তিবিদ্যা ও নৈতিক দর্শনের উপর গভীর আলোচনা সমৃদ্ধ।
তাঁর জীবনে তিনি প্রায় ২৭৫টিরও বেশি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে প্রায় ২৪০টি সংরক্ষিত রয়েছে। চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, মনোবিজ্ঞান, সঙ্গীত ও সাহিত্য – প্রায় প্রতিটি জ্ঞানক্ষেত্রেই তাঁর অবদান রয়েছে।
ইবনে সিনা জীবনের শেষ সময় কাটান ইরানের হামাদানে। ১০৩৭ খ্রিষ্টাব্দে মাত্র ৫৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। যদিও তাঁর শারীরিক জীবন শেষ হয়েছে বহু শতাব্দী আগে, তবুও তাঁর রচিত জ্ঞানভাণ্ডার, চিকিৎসা পদ্ধতি ও দর্শন আজও মানবসভ্যতার অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাঁর নাম ইতিহাসে “শেখুর রাইস” (জ্ঞানীদের প্রধান) হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: