নিউ ইয়র্কে বাড়ি কেনা | মরগেজ কর্মকর্তা, রিয়েলটর ও হোম ইন্সপেক্টরের পরামর্শ
Автор: Probasi TV
Загружено: 2023-01-04
Просмотров: 8355
Описание:
সপ্তাহ দুই আগে গিয়েছিলাম বাড়ি কেনার মরগেজ বিষয়ে এক সেমিনারে। নিউ ইয়র্কের ওজোন পার্ক এলাকায়। যারা প্রথমবারের মতো বাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য নানা খুঁটিনাটি নিয়ে এ সেমিনারে। সেই সেমিনার শেষে একান্তে কথা হলো এই চারজনের সাথে। দু'জন ব্যাংক ঋণ বিষয়ে জানাশোনা মানুষ। একজন বাড়ি কেনাবেচায় বিনিয়োগকারী, রিয়েলটর। একজন বাড়ি পরিদর্শক।
আবু সাঈদ চৌধুরী সোহেল মরগেজ ওয়ার্ল্ড ব্যাংকার্সের সেলস ডিরেক্টর। এ এস এম মায়েন উদ্দিন পিন্টু একই ব্যাংকের মরগেজ লোন অরিজিনেটর। মোহাম্মদ কবীর এক্সিট রিয়েলটি প্রাইম নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার। জয়নাল আবেদীন হোম ইন্সপেক্টর। তার প্রতিষ্ঠানের নাম এএনজেড হোম ইন্সপেকশন। এদের সবাই নিউ ইয়র্ক ভিত্তিক।
বাড়ি কেনা নিয়ে আপনার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারেন এখানে। দয়া করে লক্ষ্য করুন, এই ভিডিও বর্ণিত ব্যক্তিদের কিংবা তাদের প্রতিষ্ঠানের কোন বিজ্ঞাপন নয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী জনগোষ্ঠীর কাছে এদেশের নানা বিষয়ে তথ্য আদানপ্রদানের চেষ্টা করি আমরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: