ঢাকা সিটি কলেজ সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ন তথ্য | Dhaka City College | I Education Academics
Автор: I School
Загружено: 2024-04-30
Просмотров: 1908
Описание:
ঢাকা সিটি কলেজ সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ন তথ্য:
১. ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের ধানমন্ডির কুদরত-ই-খুদা সড়কে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতি বছর উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা দশ কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম হিসেবে বিবেচিত হয়। এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য এ কলেজে পড়া যায়। কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
২. স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় কলেজটি ১৯৫৭ সালে পাকিস্তান শাসনামলে প্রতিষ্ঠিত হয়। তখন কলেজের কার্যক্রম প্রথমে ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয়ে এবং তারপর ঢাকা কলেজে চালানো হয়। তখন এটি "ঢাকা নাইট কলেজ" নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে, কলেজটি ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং সড়কের নিজস্ব চত্বরে স্থানান্তরিত হয়।
৩. ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে বিবিএ, বিএসসি, বিএসএস এবং বিএতে অনার্স করার ব্যবস্থা রয়েছে। এ কলেজে প্রভাতি শাখায় সকাল ৭.৩০টা থেকে এবং দিবা শাখায় দুপুর ১২.৩০টা থেকে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রভাতি শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র পড়ানো হয়।
৪. সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এখানে অনেকগুলো ক্লাব রয়েছে। এগুলো হলো: বিজ্ঞান ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, বিজনেস ক্লাব, কালচারাল ক্লাব, নেচার ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, ডিবেট ক্লাব এবং রোবার ক্লাব।
৫. এ কলেজের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন:
খান আসিফুর রহমান আগুন - সঙ্গীত শিল্পী;
সাইদুস সালেহীন খালেদ সুমন - অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা;
মাহিয়া মাহি - অভিনেত্রী;
মারিয়া নূর রওশন - উপস্থাপক ও মডেল;
নিশাত মজুমদার - এভারেস্ট পর্বত জয় করা প্রথম বাংলাদেশী মহিলা;
সাঈদ খোকন - রাজনীতিবিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র;
শাহরিয়ার আলম - সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী;
সৈয়দ মোদাচ্ছের আলী - চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল;
রুবয়েত ইসলাম - প্রিন্সিপাল ডাটা সাইন্টিস্ট, নাসা ইত্যাদি।
এ কলেজ সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ঢাকা সিটি কলেজকে।
-----------------------------------------------------------------------------------
আমাদের ফেইসবুক পেইজ:
/ ieducationacademics
আমাদের এপ ডাউনলোড করো:
https://play.google.com/store/apps/de...
আমাদের ওয়েবসাইট:
https://ieducationbd.com/
যেভাবে এপে লগইন করবে:
• I Education App + Website লগ ইন জনিত সকল স...
☎️Hotline:
01810-103012
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: