চিকিৎসক এবং প্রধানমন্ত্রীর অনুমতি মিললেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়া হবে : বলেছেন, তথ্যমন্ত্রী
Автор: Dhaka Tv
Загружено: 2019-03-03
Просмотров: 8
Описание:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এরই মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। তিনি তার সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।
ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এনজিওগ্রামের পর এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এনজিওগ্রামের পর চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তাকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।
চিকিৎসকের ক্লিয়ারেন্স ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলেই ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেয়া হবে। তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের অবস্থা জানতে হাসপাতালটিতে দলীয় নেতাকর্মীরা ভিড় করছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: