এস আই মাঠ পরীক্ষার অনুশীলন যেভাবে করবেন | How you perform better in SI Physical Endurence Test
Автор: Subrata Shovan
Загружено: 2021-12-07
Просмотров: 5197
Описание:
বহুল জিজ্ঞাসিত এক ডজন প্রশ্নের উত্তর-
১) সকল কাগজ পত্রের মূল কপি নাকি সত্যায়িত ফটোকপি নেয়া লাগবে?
সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি, সাথে ১/২ সেট সত্যায়িত ফটোকপি রাখবেন।
২) মাঠ পরীক্ষার ৩ দিনের যেকোনো দিনে গেলেই হবে?
-না। প্রথম দিন সবাইকেই যেতে হবে। প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে যারা টিকবে তার পরের ২ দিন শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করবে।
৩) সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র/টেস্টিমোনিয়ালই কি চারিত্রিক সনদপত্র?
না। সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলাদা চারিত্রিক সনদপত্র সংগ্রহ করতে হবে।
৪) শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ইভেন্টে কি জুতা পড়ে অংশগ্রহণ করা যাবে?
হ্যাঁ। জুতা পড়ে অংশগ্রহণ করতে পারবেন।
৫) কম্পিউটার সার্টিফিকেটে কি ট্রাবলশুটিং উল্লেখ থাকতে হবে?
সার্কুলারে যেহেতু উল্লেখ করা আছে ট্রাবলশুটিং এর কথা সেহেতু এটা চাইতেই পারে। অনেকের সার্টিফিকেটে এটা উল্লেখ না থাকায় এই ব্যাপারটা নির্ভর করছে নিয়োগ বোর্ডের উপর। তারা যদি সার্টিফিকেটে ট্রাবলশুটিং চায় তাহলে আপনাকে দেখাতে হবেই।
৬) অভিভাবকের সম্মতিপত্র কি? কোথায় পাব? কার সাইন লাগবে?
পুলিশে চাকরি করতে আপনার পরিবারের সম্মতিসূচক পত্রই অভিভাবকের সম্মতিপত্র। যেকোনো কম্পিউটার টাইপিং/ফটোকপির দোকানে গেলেই অভিভাবকের সম্মতিপত্রের ফরম্যাট পাবেন। আপনার বাবা/মা/আইনানুগ অভিভাবকের সাইন লাগবে।
৭) শারীরিক সক্ষমতা যাচাইয়ে কি কোনো প্রকার ছাড় দেয়া হবে কি?
না। কোনো ইভেন্টেই ছাড় দেয়া হবেনা। প্রচুর প্রার্থী থাকবে মাঠে, যারা সকল ইভেন্টে যোগ্য হবে তাদেরকেই রাখা হবে।
৮) যারা কম্পিউটার সাইন্স/কম্পিউটার রিলেটেড বিষয়ে পড়াশোনা করেছে তাদেরকেও কি আলাদা কম্পিউটার সার্টিফিকেট নেয়া লাগবে?
সার্কুলার এর নির্দেশনা অনুযায়ী লাগবে। বাকিটা নিয়োগ বোর্ডের উপর নির্ভর করছে। নিয়োগ বোর্ড চাইলে আপনাকে দিতে হবে।
৯) কি পোশাক পড়ে যাব?
১ম দিনে যেকোনো মার্জিত পোশাক পড়ে যাবে ন। ২য় ও ৩য় দিনে যেহেতু বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে সেহেতু এমন পোশাক পড়ে যাবেন যেগুলো পড়ে দৌড়-ঝাপ করতে অসুবিধা না হয়।
১০) মোবাইল ফোন নিয়ে মাঠে ঢুকা যাবে?
না। মোবাইল ফোন সাথে নিয়ে মাঠে ঢুকতে দিবেনা।
১১) সার্কুলারেতো প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি নেয়ার কথা বলেনি, তাহলে কেন নিব?
ভাই সকল প্রয়োজনীয় কাগজ পত্রের ১/২ সেট সত্যায়িত ফটোকপি আপনার সুবিধার জন্য নিবেন, যদি মূল কপি জমা নেয় তাহলে সত্যায়িত কপি আপনার পরবর্তীতে কাজে লাগবে। আর যদি সত্যায়িত কাগজপত্র জমা দিতে বলে তাহলে পরে আর এটার জন্য দৌড়াদৌড়ি করা লাগবেনা।
১২) অবিবাহিত সনদ কি লাগবে?
এটা সার্কুলারে চায়নি, তাই মাঠে কাগজপত্র যাচাইয়ে হয়তো লাগবেনা। তবে পারলে সংগ্রহ করে রাখতে পারেন, ভেরিফিকেশন এর সময় লাগলেও লাগতে পারে।
সব কথার শেষ কথা- মাঠে অনেক অনেক যোগ্য প্রার্থীর মধ্য থেকে যারা যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে থাকবে তাদেরকেই নেয়া হবে। সুতরাং নিজেকে সর্বোচ্চভাবে প্রস্তুত করুন।
সবার জন্য শুভকামনা।
আল মামুন,
সাব-ইন্সপেক্টর,
৩৮ তম ব্যাচ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: