আশুরার রোজা কয়টি || আশুরার রোজা কত তারিখ রাখবেন?||আশুরার রোজা||
Автор: Online Islam
Загружено: 2022-08-09
Просмотров: 7
Описание:
আশুরার রোজা কয়টি || আশুরার রোজা কত তারিখ রাখবেন?||আশুরার রোজা||
#onlineislam #asura #10muharram2022 #muharram #muhammad #ruza #ozifa #muharram #kalarab #holytune #bangla #bangladesh
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সকলেই ভাল আছেন। আশুরার রোজা কয়টি এবং কত তারিখ রাখবেন?
মহররম অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ মাস। এ মাসের আশুরার রোজা রমজানের রোজার পর শ্রেষ্ঠ রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার অনেক আগে থেকে, মক্কায় অবস্থানকালীন সময়েও মহররমের ১০ তারিক তোথা আশুরার দিন রোজা রাখতেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি আশা রাখি যে, এর দ্বারা বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (মুসলিম)
হযরত ইবনে আব্বাস রা: বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহররম মাসের ১০ তারিখে নিজে রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখতে নির্দেশ দিলেন. তখন সাহাবাগণ বলেন- হে আল্লাহর রাসূল
এই দিনকে ইহুদী-নাছারাও মহান দিন হিসেবে রোজা পালন করে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সামনের বছর আসবে তখন ইনশাআল্লাহ আমরা ১০ মুহররমের সঙ্গে ৯ মুহাররমও রোজা পালন করবো
হযরত ইবনে আব্বাস র: বলেছেন পরবর্তী বছরের মহররম মাছ আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। (মুসলিম)
এ কারণেই হযরত ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং ইসহাকসহ অন্যান্যরা ১০ তারিখের সঙ্গে ৯ তারিখও রোজা রাখাকে মুস্তাহাব মনে করতেন। কেননা ১০ তারিখের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রোজা রেখেছেন আর ৯ তারিখে রোজা রাখার ইচ্ছা করেছিলেন।
তাই যারা আশুরার রোজা রাখবেন, তারা আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) ১০ মোহররম আশুরার রোজা রাখবেন। যারা আশুরা রোজা রাখতে চায় হয় তারা আশুরার আগের দিন সহ ২ দিন ৮-৯ আগস্ট অর্থাৎ (সোম ও মঙ্গলবার) অথবা আশুরার পরের দিন সহ ২ দিন ৯-১০ আগস্ট অর্থাৎ (মঙ্গল ও বুধবার) রোজা রাখবেন। আবার আশুরার আগের ও পরের দিন মিলিয়ে তিন দিন রোজা রাখাও কোন দোষ নেই।
ভালোভাবে বুঝে নিন : আরবি মাস ইংরেজি মাসের এক দিন আগে শুরু হয়েছে, তাই ৯ আগস্ট (মঙ্গলবার) ১০ মহররম আশুরার রোজা রাখবেন।
যেহেতু আশুরার রোজা দুটি রাখতে হয়, তাই ( সোম ও মঙ্গলবার) অথবা (মঙ্গল ও বুধবার) রোজা রাখবেন। যারা তিনটি রোজা রাখতে চান তারা ৮ ৯ ১০ আগস্ট (সোম মঙ্গল ও বুধবার) রোজা রাখবেন।
আমি একটি পরামর্শ দিতে চাই তা হল-যেহেতু রাসূল সাঃ ৯ মহরম রোজা রাখার ইচ্ছা করেছিলেন, তাই আমরাও ৯ ও ১০ মহরম রোজা রাখব ইনশাআল্লাহ্।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মহররম মাসের আশুরার রোজা গুলো রাখার তৌফিক দান করুন।
ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পূর্ববর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি ভিডিও গুলো দেখবেন এবং শেয়ার করে ইসলামী দাওয়াতে অংশগ্রহণ করবেন। প্রিয় দ্বীনদার ভাই ও বোনেরা আপনারা যদি ভিডিও গুলো শেয়ার করে থাকেন তাহলে এটু কিন্তু ইসলামে দাওয়াতের একটু অংশ। আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন। আমিন!
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Please Subscribe my channel
And press the bell 🔔 icon
For More new updates
Thanks for watching the video
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: