বিদেশে উচ্চশিক্ষা-৩৪: ১০০% স্কলারশিপ কিংবা ফুল-ফান্ডিং নিয়ে কিভাবে আমেরিকায় পড়তে আসবেন?॥ NEW YORK
Автор: Md. Arifur Rahman, USA
Загружено: 2024-06-03
Просмотров: 4954
Описание:
১০০% স্কলারশিপ কিংবা ফুল-ফান্ডিং নিয়ে কিভাবে আমেরিকায় পড়তে আসবেন?॥ Hudson River View, NEW YORK
১০০% স্কলারশিপ এবং ফান্ডিং পাওয়ার জন্য যা জানা প্রয়োজন:
১. ব্যাচেলরে ১০০% স্কলারশিপ ও ফান্ডিং পাওয়ার জন্য SSC, HSC এর GPA 4 এর উপরে থাকতে হবে। পাশাপাশি মিনিমাম IELTS স্কোর ৭ এবং মিনিমাম SAT স্কোর ১২৫০ থাকতে হবে।
২. মাস্টার্স/পিএইচডি তে ফুল ফান্ডিং স্কলারশিপ পেতে হলে প্রোফাইল ভালো থাকতে হবে। যেমন: ব্যাচেলর রেজাল্ট 3.5, IELTS 7.5, মিনিমাম GRE স্কোর ৩১০ থাকতে হবে। পাশাপাশি যদি কোন পাবলিকেশন বা জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনার প্রোফাইল আরো স্ট্রং হবে। এমন প্রোফাইল নিয়ে প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে আবেদন করলে সেন্ট্রাল ফান্ডিং বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে SOP, LOR এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। SOP, LOR যত ভালো হবে ফুল ফান্ডিং পাওয়ার সম্ভাবনা তত বেশি।
৩. কিন্তু যদি আপনার প্রোফাইল এভারেজ লেভেলের হয়। যেমন: CGPA: 3, IELTS: 6.5, ইন্টার্নশিপ বা স্বল্প জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেন্ট্রাল ফান্ডিং পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। সেক্ষেত্রে আপনাকে প্রফেসর ম্যানেজ করে তার মাধ্যমে ফান্ডিং আদায় করে নিতে হবে। এটা অনেক লং প্রসেস। নিয়মিত ইমেইল করতে হবে। ইমেইল খুব সতর্কতার সহিত করতে হবে। মঙ্গলবার, বুধবার প্রফেসরকে ইমেইল করার উত্তম সময়।
#আমেরিকা_যাবার_উপায় #american_visa #arifurrahman #আমেরিকা #নিউইয়র্ক #study_usa #study_abroad #usa_student_visa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: