বিশ্বের সেরা ১০ টি ব্রিজ | Top 10 Bridge in the world
Автор: SohozTech360
Загружено: 2019-03-01
Просмотров: 634
Описание:
আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উদ্ভট ও ভয়ংকর ১০টি ব্রিজকে নিয়ে। পৃথিবীতে অনেক ধরনের ব্রিজ রয়েছে,আর আমি আমাদের ভিডিওতে ১০ ব্রিজের কথা বলব।
(১) প্রথমত আমি বলব মুভিং ব্রিজের কথা। মুভিং ব্রিজের প্রথম উদাহারণ হল রুলিং ব্রিজ।মুভিং ব্রিজ লন্ডনের হেটরওয়ে স্টিডিওতে অবস্থিত।
(২) দ্বিতিয় বার আমি বলব পন্টি ভ্যাকিওব্রিজের কথা।ফ্লোরেন্সের আরানো নদীর উপরেএইব্রিজটি তৈরি করা হয়েছে।এই ব্রিজে অনেক ধরনে পাথর দিয়ে ডিজাইন কারা হয়েছে।
(৩) তৃতীয় বার আমি যে ব্রিজের কথা বলব সেটা হল, ইলুমিনাটিং ব্রিজ।যা দেখলে মানুষ অবাক হয়ে যায়।ব্রিজটিতে রয়েছে অনেক ধরনের রং বে রংএর লাইট।যা মনুষকে তাক লাগিয়ে দেবার মত।ব্রিজটি নাম রেংগোব্রিজ।
(৪) চতুর্থ বার আমি যে ব্রিজে কথা বলব সেটা হল,ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ।পাথরের খাদের কিনারে গ্লাস ব্রিজ তৈরি করে বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিল চীন।
(৫) পঞ্চম বার আমি যে ব্রিজের কথা বলব ব্রিজটির নাম এশিমা অহাছি ব্রিজ। এইব্রিজটি জাপানে অবস্থিত।এই ব্রিজটি হার হিম করা ব্রিজ।
(৬) ষষ্ঠম বারে আমি আপনাদেরকে যে ব্রিজটির কাথা বলব তার নাম মোসেস ব্রিজ।এই ব্রিজটি নেদারল্যান্ডে অবস্থিত।সেখানকা ধর্মিয় কারনে এই ব্রিজটি তৈরি করা হয়েছে।এইব্রিজটি দেখতে অদ্ভুত।
(৭) সপ্তম বার আমি হাই ট্রাসেল ট্রেইল আর্টব্রিজের কথা বলব।ব্রিজটির চৌরা ১০ফিট, লম্বা২৫ফিট।ব্রিজটিতে বাই সাইকেল ও হেটে চলার জন্য তৈরি করা হয়েছে।
(৮) অষ্টম বারের ব্রিজটির না হলএল এম গেটওয়ে ব্রিজ।ব্রিজটি অবস্থিত আছে ডেনমার্কের মর্ডান আইডেনটিতে।
(৯) ব্রিজটির নাম স্লাওয়ায় হপ বার্গ ব্রিজ।ব্রিজটি নেদারল্যান্ডে অবস্থিত।এটির একটি বিশ্বেসত্য আছে তা হল এইব্রিজ টি এক পাশ থেকে পোরপুরি উপরে তুলা যায়।উপরে তুলতে ও বেশি সময় লাগেনা।
(১০) দশম বারে আমি আপনাদেরকে যে ব্রিজের কথা বলব তার নাম কেপিলন সাসপেনসন ব্রিজ।কানাডাই অবস্থিত এই ব্রিজ।এই ব্রিজটির দৈঘ্য ১৪০মিটার,নদী থেকে২৪০ফুট উপরে অবস্থিত। #সেরা_১০ #Top_10_Bridges
Audio credit
https://www.bensound.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: