সৃষ্টি সুখের উল্লাসে নজরুল ইসলামআৃ্িঃ ব্রততী বন্দোপাধ্যায়। আজ সৃ্টি সুখের উল্লাসে
Автор: IT Expert Group
Загружено: 2021-09-12
Просмотров: 75
Описание:
আজ সৃষ্টি-সুখের উল্লাসে –
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর
টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা
কল্লোলে !
আসল হাসি, আসল কাঁদন,
মুক্তি এলো, আস্ল বাঁধান,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের
সুখ আসে
ঐ রিক্ত বুকের দুখ আসে –
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আসল উদাস, শ্বসল হুতাশ,
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিনাক-পাণির শূল
আসে।
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,
আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের
ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে !
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ,
পলাশ অশোক শিমুল ঘায়েল
(১৯৯)
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগবালিকার পীতবাসে;
আজ রঙন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর
চারপাশে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে !
আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,
আসল নিকট, আসল সুদূর,
আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে !
ঐ আসল আশিন শিউলি শিথিল
হাসল শিশির দুব ঘাসে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজ জাগল সাগর, হাসল মরু,
কাঁপ্ল ভূধর, কানন-তরু,
বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে,
মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।
মন ছুটছে গো আজ বল্গা-হারা অশ্ব যেন পাগলা
সে,
আজ সৃষ্টি-সুখের উল্লাসে !
আজ সৃষ্টি-সুখের উল্লাসে ॥
শব্দার্থ ও টীকা :
উল্লাস- পরম(বা চূড়ান্ত)আনন্দ,হৃষ্টতা;
সৃষ্টি-সুখের উল্লাসে- পরম আনন্দ সৃষ্টি করতে
পারার পরম আনন্দ;
পল্বল- বিল, ক্ষুদ্র জলাশয়;
রুদ্ধ প্রাণের পল্বলে- প্রাণে বন্ধ জলাশয়ে বা
প্রাণ রূপ জলাশয়ে;
কল্লোল– জলস্রোতের কলকল শব্দ,মহা
তরঙ্গ বা ঢেউ;
রুদ্ধ প্রাণের…কল্লোলে- প্রাণ রূপ জলাশয়ে
দুয়ার ভাঙা ঢেউ বা তরঙ্গ জোয়ার এনেছে;
হুতাশ- অগ্নি, হুতাসন;
শ্বসল- নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করা;
শ্বসল হুতাশ- অগ্নি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ
করল-অর্থাৎ আগুন অতি তেজের সঙ্গে জ্বলে
উঠল;
চক্র- চাকা।এখানে হিন্দু পুরাণমতে দেবতা বিষ্ণুর
হাতে অন্যায় ধ্বংসকারী চাকাকে বোঝানো
হয়েছে;
পিনাক- হিন্দু পুরাণমতে দেবতা শিবের ধনু;
পিনাকপাণি- পিনাক পাণিতে(হাতে)যার,
শিব শূল- এখানে হিন্দু পুরাণমতে দেবতা শিবের
হাতের ত্রিশূলকে বোঝানো হয়েছে।
ধারালো অগ্রভাগবিশিষ্ট কাঠ বা লোহার ডান্ডা বা লাঠি;
ফাগুন- ফাগুন বা বসন্তকাল;
মদন- হিন্দু পুরাণমতে প্রেমের দেবতা;
মদন মারে খুন মাখা তূণ- প্রেমের দেবতা
মানুষের হৃদয়ে তীর বিদ্ধ করেন বলে তা
হৃদয়ের রক্ত মাখা বলে মনে করা হচ্ছে;
ঘায়েল- আহত,আঘাতপ্রাপ্ত।এখানে বসন্তকালের
রঙে রঞ্জিত বোঝানো হয়েছে;
ফাগ- আবীর,নানা রঙের গুঁড়ো;
দিক-বাসে- দিগন্তরেখা রূপ বস্ত্রে;
পীত- হলুদ রং,হলদে;
দিগবালিকার পীতবাসে- দিগন্ত রূপ বালিকার হলুদ
রঙের বস্ত্রে বা বসনে;
গাজন- (পুরাণমতে)চৈত্র মাসের শেষে(অর্থাৎ
বসন্তকালে)দেবতা শিবকে নিয়ে গান;
আশিন- আশ্বিন মাস;
দুব্- দূর্বা,এক রকমের ঘাস ;
উছলে- উচ্ছলিত;
উজান- স্রোতের বিপরীত দিক;
ভৈরবী- শিব অনুসারী সন্ন্যাসিনী,ভয়ংকরী;
বিশ্বডুবাল….গান ভাসে- স্রোতের বিপরীত দিক
থেকে ঠেলে বিশ্ব ডোবানো ঝড়
এসেছে,তার সঙ্গে তান্ডব নৃত্যকারী শিবের
অনুসারী সন্ন্যাসিনীদের গান মিশেছে।
বাংলা গান, নতুন বাংলা গান, নতুন গান, সুন্দর গান, গান নতুন ২০২১, বাংলাদেশের ভিডিও গান, ভালো গান, ভাইরাল গান, সুপারহিট বাংলা, গান, ক্লাসিক বাংলা গান, খালি গলায় বাংলা গান, ভিডিও গান, বাংলা ভিডিও গান, খালি গলায় গান
সৃষ্টি সুখের উল্লাসে
কাজী নজরুল ইসলাম
আবৃত্তিঃ ব্রততী বন্দোপাধ্যায়।
আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে
মোর টগবগিয়ে খুন হাসে -
আজ সৃষ্টি
খালি গলায়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: