Zinda Park | জিন্দা পার্কের না জানা কাহিনী | সকল তথ্য | ভ্রমণ গাইড
Автор: Alis Capture
Загружено: 2022-03-14
Просмотров: 289
Описание:
জিন্দা পার্ক ভ্রমণ গাইড (Zinda Park Review) : পাখির কলকাকলি আর নয়নাভিরাম সবুজে ঢাকা জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত। জিন্দা পার্কের মোট আয়তন প্রায় ১৫০ একর। অগ্রপথিক পল্লী সমিতির একাগ্রতা ও কর্মনিষ্ঠার কারণে জিন্দা গ্রামটিকে আদর্শ গ্রাম হিসাবে চিহ্নিত করা হয়৷ জিন্দা পার্কে রয়েছে ২৫০ প্রজাতির দশ হাজারের বেশী গাছ ও অসংখ্য জানাঅজানা পাখির সমারোহ। এছাড়া পার্কের ভেতরে আছে মসজিদ, স্কুল এন্ড কলেজ, লাইব্রেরী, লেক, মার্কেট, ক্যান্টিন, চিড়িয়াখানা এবং কমিনিউটি হাসপাতাল। আর পার্কের লেকে আছে সুসজ্জিত নৌকার ব্যবস্থা। নিখাদ গ্রামীণ পরিবেশের পাশাপাশি জিন্দা পার্কে শোভাবর্ধনকারী বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীও এখানে আগত দর্শনার্থীদের মোহিত করে।
বুকিংঃ পিকনিক এর জন্য নির্ধারিত দিনের দু তিন দিন আগে পার্কের কর্তৃপক্ষকে কল দিয়ে বুকিং দিলেই হয়ে যাবে। এছাড়া শুধু ঘোরাঘুরির জন্য কেনা লাগবে মাত্র ১০০ টাকার টিকেট।
থাকার ব্যবস্থাঃ যদি রাতে থাকতে চান তাহলে তার ব্যবস্থাও রয়েছে এখানে। থাকার জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউজ। এছাড়া ঘোরাঘুরির জন্য জিন্দা পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
খাবারের ব্যবস্থাঃ এবার আসা যাক খাবারের ব্যবস্থার কথায়। জিন্দা পার্কে রয়েছে খাবার রেস্টুরেন্ট যেখানে মিলবে ভাত, ভাজি, ডাল, মাংস ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে।
এছাড়াও মিলবে বিভিন্ন হালকা খাবার এবং ড্রিঙ্কস। রাতে থাকতে চাইলে খাবার দাবারের ব্যবস্থা কর্তৃপক্ষই কর দিবে।
নিরাপত্তা ও পার্কিংঃজিন্দা পার্কে রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ফলে নিরাপত্তা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।
এছাড়াও রয়েছে পার্কিং এর সুব্যবস্থা, ফলে নিজের গাড়ি কিংবা বাইক নিয়ে গেলে সেগুলো নিরাপত্তার সাথে রাখা নিয়ে কোনো টেনশন থাকবেনা।
কিভাবে যাবেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধ ঘন্টার দূরত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫০ একর জমির উপর এই সুন্দর পার্কটি অবস্থিত।
যাবার সবচেয়ে সহজ উপায় হল ৩০০ফিট দিয়ে অর্থাৎ কুড়িল বিশ্বরোড হাইওয়ে দিয়ে। সেখান থেকে যেতে হবে কাঞ্চন ব্রিজ, এরপর ঢাকা সিটি বাইপাস ধরে কিছু দুরেই জিন্দা পার্ক।
অথবা ঢাকা হতে টঙ্গী মীরের বাজার হয়ে বাইপাস রাস্তা দিয়েও যাওয়া যায়। এছাড়া কাঁচপুর ব্রিজ দিয়ে ভুলতা গাওছিয়া হয়ে বাইপাস দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কে যাওয়া যায়।
পার্কে যাবার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই, না থাকলেও সিএনজি কিংবা বাসে যাওয়ার ব্যবস্থা রয়েছে যদিও তা একটু ঝামেলাময়।
জিন্দা পার্কের যোগাযোগের ঠিকানাঃ
ই-মেইল : [email protected]
ফোন : ০১৮১৬ ০৭০৩৭৭, ০১৭১৫ ০২৫০৮৩, ১৭১৬ ২৬০৯০৮
ওয়েবসাইট : www.zindapark.com
Follow my page: / aliscapture
facebook id: / ali.babu001
Music used : " HORROR THEME " composed and produced by "Vivek Abhishek"
Music link : • [No Copyright Music] HORROR THEME | CREE...
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: