সমাস। উপমান ও উপমিত কর্মধারয়।wbssc slst।
Автор: মেঘনাদ স্যারের পাঠশালা
Загружено: 2025-06-22
Просмотров: 40
Описание:
#মাধ্যমিকব্যাকরণ#bcs#hsc
সমাস। উপমান ও উপমিত কর্মধারয়।wbssc slst।
হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি মেঘনাদ স্যার।মেঘনাদ স্যারের পাঠশালায় সকল শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের স্বাগত। আজ এই পাঠশালায় কর্মধারয় সমাসে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলংকারিক শ্রেণীবিভাগ উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করবো। সহজ সরল ভাষায় ও উদাহরণের সাহায্যে এই বিষয়টিকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছি।
উপমান কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলা হয়, যে কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয় তাকে উপমান কর্মধারা সমাহ বলা হয়। এই সমাসের সাধারণ বৈশিষ্ট্য হলো পূর্বপদ উপমান ও পরপদ সাধারণ ধর্ম এবং সমস্তপদ বা সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায়। অর্থাৎ উপমান, সাদৃশ্যবাচক শব্দ ও সাধারণ ধর্ম নিয়ে উপমান কর্মধারায় সমাস গঠিত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় । এই সমাসটিকে চেনার সহজ পদ্ধতি হলো পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ এবং সমাসবদ্ধ পদ বিশেষণ। একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করে দেয়া যায়। যেমন কাজলের মতো কালো = কাজল কালো। কাজল উপমান মত সাদৃশ্যবাচক শব্দ, কালো সাধারণ ধর্ম এবং সমস্তপদ কাজলকালো তে কালো এই পরপদে অর্থ প্রাধান্য পেয়েছে।
এবার আসি উপমিত কর্মধারয় সমাসে। যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় ও পরোপদ উপমানের তুলনা করা হয় এবং সাধারণ ধর্ম অনুপস্থিত থাকে সেই সমাসকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। অর্থাৎ উপমিত কর্মধারয় সমাসে উপমেয় পূর্বপদ উপমান পরপদ এবং সাদৃশ্যবাচক শব্দ থাকে। কিন্তু সাধারণ ধর্ম এই সমাসে দেখা যায় না। পরপদের অর্থ প্রাধান্য পায় এই সমাসে।
যেমন পুরুষ সিংহের ন্যায় =পুরুষ সিংহ
এই বাক্যে পুরুষ উপমেয় বিশেষ্যপদ সিংহ উপমান বিশেষ্যপদ পুরুষসিংহ বিশেষ্য পদ।
আশা করি এই ভিডিওটি সকলের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে।
এই ভিডিও তোমার জন্য উপকারী হবে যদিঃ-----
১) তুমি মাধ্যমিক বাংলা ব্যাকরণে ভালো নম্বর পেতে চাও
২) মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে গেছো
৩) চাইছো সহজে এবং বুঝে পড়তে
৪) চাইছো পরীক্ষার জন্য টার্গেট প্রস্তুতি
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলোনা। নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে।
আমার এই ভিডিওটি বানাতে এবং গ্রাফিক্সের কাজে সাহায্য করেছেন ----- সুপর্ণা বৈদ্য।
এই ভিডিওটির আলোচনার জন্য কয়েকটি ব্যাকরণ গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে -------
১) ভাষাবিদ্যা পরিচয় ----শ্রী পরেশ চন্দ্র ভট্টাচার্য।
২) সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা--- রামেশ্বর শ
৩) ছাত্র বোধ বাংলা ব্যাকরণ ও বাণী বিচিত্রা --- বামনদেব চক্রবর্তী
Follow me here:
Facebook : / 1aawmseqow
Contact us:
https://sahojbangla.com/
Email Id : [email protected]
WhatsApp no. 7278604645
Phone no. 9433657921
Video time stamps:
00:00:00 উপস্থাপনা
00:01:30 আলোচ্য বিষয়ের উল্লেখ
00:03:12 কর্মধারয় সমাসের আলোচনা
00:05:10 উপমান কর্মধারয় সম্পর্কে আলোচনা
00:09:42 উপমিত কর্মধারয় সম্পর্কে আলোচনা
00:14:52 উপসংহার
Related search keywords
উপমান কর্মধারয় সমাস কাকে বলে। উপমিত কর্মধারয় সমাস কাকে বলে। উপমান কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস।
#বাংলাব্যাকরণ#কর্মধারয়সমাস#উপমান কর্মধারয়#উপমমিত#কর্মধারয়#উপমেয় #উপমান#মাধ্যমিক ব্যাকরণ#admission
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: