মার্কেটপ্লেস ছাড়াই ক্লায়েন্ট পাওয়ার গোপন টেকনিক | Client Hunting Guide | Freelancing Secrets
Автор: Motion Graphic School
Загружено: 2025-09-10
Просмотров: 5003
Описание:
সকল রিসোর্স এর জন্য আমাদের Telegram channel এ যুক্ত হোন
https://t.me/+4EqxgPbiAm5hZmM1
Website: www.mhexplain.com
Facebook : / motiongraphicschool01
Join Our Freelancing Telegram Group : https://t.me/+qXJmBNsMp6Q3Y2Zl
Facebook Group :
/ 1094649222822285
আপনি কি সবসময় মার্কেটপ্লেসে (Fiverr, Upwork, Freelancer) বসে বসে কাজের জন্য অপেক্ষা করছেন? তাহলে এই Client Hunting Full Course আপনার জন্য! এখানে আমরা শিখব কিভাবে মার্কেটপ্লেসের বাইরে নিজ হাতে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় এবং সরাসরি কাজ পেতে হয়।
এই কোর্সের সবচেয়ে বড় বিশেষত্ব হলো , ফ্রিল্যান্সার না হয়েও আপনি সহজেই ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবেন। তারপর সেই প্রজেক্ট অন্য দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে সম্পন্ন করিয়ে নিতে পারবেন। এতে আপনাকে সরাসরি কাজ না করেও একজন স্মার্ট প্রজেক্ট ম্যানেজারের মতো ভালো পরিমাণ আয়ের সুযোগ তৈরি হবে।
🎯 আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে নিয়ে যান একদম নতুন লেভেলে!
ফ্রিল্যান্সিং মানেই শুধু Fiverr বা Upwork নয়—মার্কেটপ্লেসের বাইরে গিয়েও আপনি সহজেই আপনার প্রথম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন।
এই কোর্স আপনাকে সেই পথটাই দেখাবে যেখানে অপেক্ষা করছে অসংখ্য নতুন সুযোগ। 🚀।
🔥 কেন এই কোর্স ইউনিক?
এই কোর্সের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, ফ্রিল্যান্সার না হয়েও আপনি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবেন।
তারপর সেই প্রজেক্ট অন্য দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে সম্পন্ন করিয়ে নিতে পারবেন।
অর্থাৎ আপনাকে সরাসরি কাজ না করেও একজন Smart Project Manager এর মতো ভালো পরিমাণ ইনকাম করার সুযোগ থাকবে।
📚 What Will You Learn?
✅ ক্লায়েন্ট খুঁজে বের করার স্টেপ-বাই-স্টেপ প্রসেস
✅ ক্লায়েন্টের বিজনেস রিসার্চ করে প্রোপোজাল পাঠানোর কৌশল
✅ ইমেইল ও মেসেজ করার প্রফেশনাল স্ট্র্যাটেজি
✅ কনভার্সন রেট বাড়ানোর এক্সক্লুসিভ টিপস
✅ বাস্তব উদাহরণ + প্র্যাক্টিকাল স্ট্র্যাটেজি
✅ Reddit মার্কেটিং ব্যবহার করে ক্লায়েন্ট আনার পদ্ধতি
💡 বিশেষ বিষয়:
আপনি যদি নিজে ফ্রিল্যান্সার না হন, তবুও এই কোর্সের মাধ্যমে সহজে ক্লায়েন্ট নামিয়ে অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন।
এইভাবেই আপনি হয়ে উঠবেন একজন Smart Online Entrepreneur।
👨💻 কারা এই কোর্স করবেন?
যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান
যারা মার্কেটপ্লেসে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না
যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখে ইনকাম করতে চান
যারা স্মার্টভাবে আয়ের নতুন সুযোগ খুঁজছেন
📌 কেন এই কোর্সটি দেখবেন:
শুধু মার্কেটপ্লেসের বিডিংয়ের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে কাজ পেতে পারবেন
প্রফেশনালরা যে বাস্তব Client Hunting টেকনিক ব্যবহার করে তা শিখবেন
সরাসরি ক্লায়েন্ট থেকে বেশি ইনকাম করার সুযোগ
দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গ্রোথের জন্য সঠিক রোডম্যাপ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: