আমার গায়ে যত দুঃখ সয়।। শিল্পী বারী সিদ্দিক।। Cover by।।ছন্নছাড়া।।
Автор: ツ Bristy's Vlogs"
Загружено: 2025-05-28
Просмотров: 374
Описание:
আমার গায়ে যত দুঃখ সয়।। শিল্পী বারী সিদ্দিক।। Cover by।।ছন্নছাড়া।।
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার
মনে যাহা লয়।
নিঠুর বন্ধুরে
বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেই সময়,
ও বন্ধুরে
সাক্ষী শুধু চন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা
ত্রিভুবনের বিচার যে দিন হয়।
নিঠুর বন্ধুরে
দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এই কি তোমার
প্রেমের পরিচয়,ও বন্ধুরে
মিছামিছি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা
দূরে থাকা উচিত কি আর হয়।
নিঠুর বন্ধুরে
বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করবোনা প্রেম
আর যদি কেউ কয়,ও বন্ধুরে
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াইওয়ালা হয়।
আমার গায়ে যত দু:খ সয়
বন্ধুয়ারে কর তোমার
মনে যাহা লয়।
#how
#barisiddiki
#love
#cover
#guitar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: