ANM NEWS 05022018 পুঁঞ্চের যুদ্ধ ক্ষেত্রে হাজির এএনএম নিউজ
Автор: ANM NEWS
Загружено: 2018-02-05
Просмотров: 21
Описание: এটা ভারত-পাক সীমান্তবর্তী অঞ্চল পুঞ্চ সেক্টরের তরকুণ্ডি এলাকা। এখানেই পাক সেনার গোলায় মৃত্যু হয়েছে চার চার জন ভারতীয় সেনা জওয়ানের।ভারতেরতো বটেই বিশ্বের এক মাত্র বাংলা চ্যানেল এএনএম নিউজে আপনাদের সামনে এই ছবি তুলে ধরা হচ্ছে।আমাদের প্রতিনিধি মনজিৎ সিং পৌঁছে গেছেন সীমান্ত লাগোয়া এলাকা তরকুণ্ডিতে।আপনারা যে ছবি দেখছেন তার হাত দুয়ের মধ্যেই কাঁটাতারের বেড়া। বেড়ার ওপারের আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই পাকিস্তান ।দর্শকদের প্রতি দায়বদ্ধতাই এএনএম নিউজের অঙ্গীকার।এই অঙ্গীকার রক্ষা করতেই মনজিৎ সিং জীবনের ঝুঁকি নিয়ে তরকুণ্ডি থেকে দর্শকদের জন্য প্রতিনিয়ত পাঠিয়ে চলেছেন এই ছবি।সারা দেশেতো বটেই সারা বিশ্বের একমাত্র বাংলা নিউজ চ্যানেল এএনএম নিউজ, যেখানে আপনি দেখছেন এই ছবি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: