কে কত দিন বাঁচে? কুকুর বানর গাধা ও মানুষের হায়াতের তুলনা!
Автор: ইসলামিক জীবন J
Загружено: 2025-10-21
Просмотров: 20
Описание:
কে কত দিন বাঁচে
আল্লাহ কুকুরকে সৃষ্টি করেছেন পাহারাদার, সঙ্গী ও সতর্ক প্রহরী হিসেবে। কুকুরের হায়াত সাধারণত ১০ থেকে ১৫ বছর। কুরআনে কাহফের কুকুরের আর-রাকিম উল্লেখ আছে, যা আল্লাহর এক নিদর্শন ছিল।
🐒 বানর:
বানরদের সৃষ্টি আল্লাহর কুদরতের আরেকটি নিদর্শন। কিছু কওম যারা আল্লাহর অবাধ্যতা করেছিল, তাদেরকে বানরে পরিণত করা হয়েছিল—এটি ছিল তাদের জন্য শাস্তি ও শিক্ষা সূরা আল-বাকারা ২:৬৫
🐴 গাধা:
গাধা মানুষকে বোঝা বহন করার জন্য ও কাজের সহায়ক হিসেবে সৃষ্টি হয়েছে। কুরআনে গাধার ডাককে আল্লাহ অপছন্দের আওয়াজ হিসেবে উল্লেখ করেছেন সূরা লুকমান ৩১:১৯। গাধার গড় হায়াত প্রায় ২৫ থেকে ৩০ বছর।
👤 মানুষ:
মানুষকে আল্লাহ সর্বোত্তম রূপে সৃষ্টি করেছেন সূরা আত-তীন ৯৫:। তার হায়াত সীমিত, কিন্তু তার আমলই নির্ধারণ করবে জান্নাত বা জাহান্নাম। মানুষকে দায়িত্ব ও পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে—যাতে সে আল্লাহকে চিনে, ইবাদত করে এবং ন্যায় পথে চলে।
✨ উপসংহার:
প্রত্যেক সৃষ্টিই আল্লাহর হিকমত ও কুদরতের নিদর্শন। কেউ শাস্তি, কেউ শিক্ষা, আর কেউ সম্মান ও পরীক্ষা হিসেবে সৃষ্টি হয়েছে। মানুষই একমাত্র যে নিজের আমলের মাধ্যমে জান্নাত বা জাহান্নামের পথ নির্ধারণ করতে পারে।
#ইসলামিক_কাহিনী #hadisbangla
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: