ইজিবাইক চার্জ দেওয়ার সহজ নিয়ম জানুন, ঘাট মারা লাগবে না।
Автор: ইজি বাইক মেকানিক শপ
Загружено: 2025-08-28
Просмотров: 1798
Описание:
আমরা যে আইপিএসের মতো যন্ত্রটা এখন দেখাচ্ছি, এটি শুধু আইপিএস হিসেবেই ব্যবহার করা যাবে না, ইজিবাইক চার্জ দেওয়ার কাজেও ব্যবহার করা যাবে। এটা আসলে ৬০ ভোল্টের একটি আইপিএস। আপনারা চাইলে শুধু ইজিবাইক চার্জের জন্য নয়, বাড়ির কারেন্টের কাজেও ব্যবহার করতে পারবেন।
আমরা যখন ইজিবাইক চার্জে বসাই তখন বারবার ঘাট মোরাতে হয়, অনেক সময় রাত জেগে থাকতে হয়। কিন্তু এই চার্জারে ঘাট মারা বা মুড়ি করা লাগবে না। সকালে সুন্দরভাবে ব্যাটারির পানি ফুটে যাবে। আবার যদি মাঝরাতে বাড়ির কারেন্ট চলে যায়, তখন এই আইপিএস থেকে আউটপুট নিয়ে ব্যবহার করা যাবে। কখন কারেন্ট বন্ধ হয়েছে সেটা বোঝা যাবে না, আর যখন কারেন্ট চলে আসবে তখন নিশ্চিত থাকতে পারবেন—সকালে আপনার ব্যাটারি ফুল চার্জ হবে এবং পানি ফুটে গিয়ে চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
👉 এই চার্জার নিয়ে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আমি ভিডিও বানিয়ে আপনাদের সবকিছু বিস্তারিত দেখিয়ে দেব।
#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: