শেষ রাতে কষ্টকরে শুধু ১ বার পড়ুন । বৃষ্টির ফোটার মত রিজিক আসবে । জিবনেও আর অভাব আসবেনা by Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2022-07-13
Просмотров: 7313
Описание:
শেষ রাতে কষ্টকরে শুধু ১ বার পড়ুন । বৃষ্টির ফোটার মত রিজিক আসবে । জিবনেও আর অভাব আসবেনা #Dini_Amol
যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে, যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে-
শেষ রাতে দোয়া করলে কবুল হয়ঃ
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে বা, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন, ‘আছ কি কোনো আহ্বানকারী? আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনাকারী কি আছো, আমি তোমাকে যা চাও তা দেব? কেউ কি ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। (সহিহ মুসলিম, হাদিস-৭৫৮)
অভাব থেকে মুক্তির জন্য যে দুআটি বার বার পড়বেনঃ
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. সব সময় এই দোয়াটি পাঠ করতেন। (সহীহ বুখারি, হাদিস-১৫৪৪)
বাংলা উচ্চারণ- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।
বাংলা অর্থ- হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে। এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী (জিললতি) থেকে। এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।
দারিদ্রতা থেকে মুক্তির জন্য নিয়মিত ইসতেগফার করবেন।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই দোয়াটি প্রতিরাতে শেষ সময়ে বেশি বেশি করার এবং নিয়মিত ইসতেগফার করার তাওফিক দিন। আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: