হকার থেকে বিশ্বের শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের বিশ্ব বিক্ষাত ১২ টি পরামর্শ
Автор: Z A News TV
Загружено: 2017-11-01
Просмотров: 31
Описание:
হকার থেকে বিশ্বের শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের বিশ্ব বিক্ষাত ১২ টি পরামর্শ,পরামর্শ,টাকা মানুষ সৃষ্টি করে না,মানুষ টাকা সৃষ্টি করে,চুইংগাম,কোল্ড ড্রিংকস,সাপ্তাহিক ম্যাগাজিন,পত্রিকার হকারি, গলফ বল বিক্রি,মুদি দোকানে কাজ করা,বিশ্বের শীর্ষ ধনী ওয়ারেন বাফেট,শৈশবেই উপার্জন,ওয়ারেন বাফেটের জন্ম আমেরিকার নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহাতে ১৯৩০ সালে,হাওয়ার্ড বাফেট,মায়ের নাম লিলা বাফেট,ওয়াশিংটন ডিসি,সেলসম্যান পদে চাকরি,মিলিয়নিয়ার বাফেট,warren Buffet, Lilla Buffett,Buffett was born,Howard Buffett,
ব্যবসায়ের ক্ষেত্রে ওয়ারেন বাফেটকে একজন জীবন্ত কিংবদন্তি বলা চলে। তার জীবনের কৌশল, আদর্শ, সাফল্য নিয়ে বলে শেষ করা যাবে না। তবে ওয়ারেন বাফেট নিজের জীবন থেকে নেওয়া কিছু শিক্ষা-পরামর্শ তার ওয়েবসাইট ও নানা ইন্টারভিউতে তুলে ধরেছেন। চলুন সেগুলোর দিকে একটু দেথে নেওয়া যাক।
১। কখনো একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভরশীল হবেন না। দ্বিতীয় কোনো উৎস তৈরির জন্য বিনিয়োগ করুন।
২। আপনি যদি এমন কিছু কেনেন যা আপনার দরকার নেই, তাহলে শিগগিরই (দৈনন্দিন খরচ মেটাতে) আপনার দরকারি জিনিসপত্র বিক্রি করে দিতে হবে। তাই হিসাব করে ব্যয় করতে হবে।
৩। খরচ করে যেটুকু বাকি থাকে তা থেকে সঞ্চয় না করে বরং সঞ্চয় করে যা থেকে যায় সেখান থেকেই খরচ করুন।
৪। কখনোই উভয় পা পানিতে রেখে নদীর গভীরতা পরিমাপ করতে যাবেন না। অর্থাৎ, সব সময় কিছু সম্বল রেখে দেবেন। পুরোটাই ঝুঁকি নেওয়ার জন্য ব্যবহার করবেন না।
৫। সবগুলো ডিম একই ঝুড়ির মধ্যে নেবেন না। অর্থাৎ, একটি মাত্র ক্ষেত্রে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন অনেকগুলো খাতে ইনভেস্ট করুন, যাতে মূলধন হারানোর ঝুঁকি কম থাকে।
৬।সততা হচ্ছে একটি অত্যন্ত ব্যববহুল উপহার; যেনতেন লোকদের নিকট এটি আশা করবেন না যেন!
৭। যুব সম্প্রদায়ের জন্য বাফেটের পরামর্শ হলো— ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন থেকে দূরে থাকুন। নিজের যা আছে তাই বিনিয়োগ করুন। মনে রাখবেন।
৮। টাকা মানুষ সৃষ্টি করে না। কিন্তু মানুষ টাকা সৃষ্টি করে।ওয়ারেন বাফেট তার নির্বাহীদের দুটি মাত্র নিয়ম বলে দিয়েছেন। তার প্রথমটি হলো— শেয়ারহোল্ডারদের অর্থ নষ্ট কর না। দ্বিতীয় নিয়মটি হলো— প্রথম নিয়মকে ভুলে যাবে না। লক্ষ্য স্থির কর এবং সেদিকে লোকের দৃষ্টি কাড়তে চেষ্টা কর।
৯। যতটা সম্ভব জীবনধারাকে সহজ-সরল করার চেষ্টা করুন।
১০। অন্যরা যা বলে তাই করবেন না। তাদের কথা শুনুন। তারপর আপনার যা ভালো মনে হয় তাই করুন।
১১। অপ্রয়োজনীয় কোনো বিষয়ে অর্থ খরচ করবেন না।
১২। জীবন আপনার। সেজন্য আপনার জীবনকে চালাতে অন্যদের কেন সুযোগ দেবেন?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: