হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম রব্বানী পরিচালিত সাবীলুল জান্নাত মাদরাসা টঙ্গী এর ছাত্রী হাফসা।
Автор: Rabbani Media 24
Загружено: 2025-11-04
Просмотров: 11
Описание:
#ভর্তি_মেলা #ভর্তি_মেলা
সাবীলুল জান্নাত মাদরাসা-এ প্লে গ্রুপ- পঞ্চম শ্রেণিতে ভর্তি চলছে।
২৯ ও ৩০ নভেম্বর মেলায় ভর্তি হলে ভর্তি ফি থেকে ৫০০ টাকা ছাড়।
=============
যোগাযোগের ঠিকানা:
📍 বনমালা, টঙ্গী, গাজীপুর।
📱 মোবাইল:01966336252
=============
আমাদের রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য:
=============
১। কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
৩। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠানের ভিতরে পাওয়া যায়।
৫। শিক্ষার্থী-শিক্ষক অনুপাত ১০:১
৬। ছুটির পর ফ্রি এসএসপির সুবিধা (দুর্বল শিক্ষার্থীর জন্য স্পেশাল সুপারভাইজরি প্রোগ্রাম) ।
৭। BNCC, স্কাউটিং ও খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ।
৮। হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা
৯। স্মার্টবোর্ডসহ আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা হবে।
১০। প্রতিটি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত হবে।
============
আধুনিক ও নান্দনিক পাঠদান পদ্ধতি:
============
১। পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান
২। অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকমণ্ডলী
৩। একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ
৪। সৃজনশীল পদ্ধতির যথাযথ অনুসরণ
৫। বাংলা,ইংরেজী ভার্শনে পাঠদান
৬। ক্লাসে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার করা হবে।
৭। নিয়মিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন
৮। গাইড ও শ্রেণি শিক্ষকের নিবিড় পরিচর্যা
৯। সমৃদ্ধ লাইব্রেরি
১০। নিয়মিত অভিভাবক সভা।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞 01966336252
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: