যুধিষ্টিরের সভায় নারদের আগমন ll ব্রহ্মদেবের সভা ll Mahabharat ll মহাভারত পাঠ
Автор: MADHU SUDAN DUTTA
Загружено: 2025-11-25
Просмотров: 65
Описание:
নারদ মুনি আসলেন যুধিষ্টিরের সভায় এবং প্রশ্নচ্ছলে উপদেশ দিলেন যুধিষ্ঠির কে, এবং তার সমস্ত ভাইদেরকে l এরপর নারদ মুনি বিভিন্ন বিশিষ্ট সভার বর্ণনা দিলেন তাদেরকে। সর্বপ্রথম বর্ণনা দিলেন ইন্দ্রদেবের সভার যে সভা পঞ্চযোজন উচ্চ এবং শত যোজন বিস্তৃত, যা শূন্য মাধ্যমে অবস্থিত, যা নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা, যে স্থানে কোন জরা নেই, শোক নেই, ভয় নেই, কোন মৃত্যু নেই, আছে শুধুই প্রশান্তি, তড়িৎ, মরুত,সপ্তবিংশ কৃষ্ণবর্ত্ম l এরপর তিনি বর্ণনা দিলেন শমন রাজসভার, যেখানে কোন শীত নেই, কোন উষ্ণতার অনুভূতি নেই, শুধুই প্রেমময় l এরপর বরুনের নীল সোনার রাজসভার বর্ণনা, যা পুষ্করমালী নামে পরিচিত, নানা বর্ণের নানা ধরনের মনি মুক্তা রত্নে পরিপূর্ণ, যেখানে উপস্থিত দ্বাদশ আদিত্য, বাসুকি, তক্ষক, কর্কোটক, ঐরাবত, সংহ্লাদ, প্রহ্লাদ, বলি, নমুচি দানব, চার সিন্ধু, নদীগণ, প্রভৃতি । তারপর কুবেরের রঙিন পর্বতের সভা বর্ণনা কৈলাস-শিখরে যার অবস্থান, যেখানে যখন ধর্ম, কিন্নর, কিন্নরি, উর্বশী সবাই রয়েছে মূর্তিমান হয়ে l সর্বশেষে বর্ণনা করলেন ব্রহ্মার অসীম দ্যুতিময় সভার, যেখানে যাবার জন্য নারদ মুনিকেও সহস্র বৎসর কঠোর তপস্যা করতে হয়েছিল, সেখানে রয়েছে প্রচেতা, মরীচি, দক্ষ, পুলহ, গৌতম, অঙ্গিরা, বশিষ্ঠ, ভৃগু, সনক, কর্দ্দম,।কশ্যপ, বলিষ্ঠ, ত্রুতু, পুলস্ত্য, প্রহ্লাদ,।বালখিল্য, অগস্ত্য, মাণ্ডব্য, ভরদ্বাজ প্রমুখ।
মহাভারত শুধুমাত্র পৌরাণিক মহাকাব্য বা কাহিনী বা ইতিহাসই নয় বরং রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান তথ্য ইত্যাদির এক সুদৃঢ় মেলবন্ধন I বৃহৎ ভারতীয় সংস্কৃতির এক দিব্য উর্জাI এতে উপস্থিত ব্যক্তিবর্গ, ঘটনাক্রম শুধু উদাহরণই নয় বরং সর্বোৎকৃষ্ট ও সর্বপ্রকার শিক্ষার এক উজ্জ্বলতম দৃষ্টান্তI স্থান, কাল, পাত্র ভেদে সকল স্তরের, সকল ব্যক্তিবর্গের এই উৎকৃষ্ট গ্রন্থ পাঠ করা উচিত ও তার মধ্যে নিহিত তথ্য অনুধাবন করা উচিত I যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পৃথিবী কে অনেক সুন্দর ও অনেক সার্থক করে তুলবে, যা মানবজাতির কল্যাণের পক্ষে সুখকর হয়ে উঠবে I
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: